দামোহ: মিড ডে মিলের বাসনপত্র দিয়ে প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের শৌচাগার সাফ করতে বাধ্য করা হল বলে অভিযোগ। মধ্যপ্রদেশের দামোহর একটি গ্রামের সরকারি স্কুলে এই ঘটনা প্রকাশ্যে আসার পরই নড়েচড়ে বসেছে কর্তৃপক্ষ।জেলা প্রশাসন ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে। দোলি গ্রামের ওই স্কুলের এক কর্মী অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন।
গত বুধবার স্কুলটির ক্ষুদে পড়ুয়ারা বাড়িতে ফিরে জানায় যে, যে থালায় মিড ডে মিল দেওয়া হয়, সেই থালা দিয়েই তাদের শৌচাগার পরিষ্কার করতে বলা হয়েছিল। এই কথা শুনে ক্ষোভে গতকাল স্কুলে ছুটে আসেন অভিভাবকরা।
এক শিশুকন্যার বাবা গুড্ডু কুশাওয়াহার অভিযোগ, তাঁর মেয়ে ও অন্যান্য পড়ুয়াদের থালা গিয়ে মল পরিষ্কার করতে বলা হয়েছিল। বুধবারই ঘটনার কথা শুনে তাঁরা ছুটে এসেছিলেন স্কুলে।কিন্তু স্কুল তখন বন্ধ হয়ে যাওয়ায় তাঁরা ফিরে যান।
স্কুলের এক কর্মীর অবশ্য দাবি, সাফাই অভিযান চলছিল। এই অভিযানে শিক্ষকরাও যোগ দিয়েছিলেন। স্কুলের এক শিক্ষকও অভিযোগ উড়িয়ে বলেছেন, সাফাই অভিযানে তো দোষের কিছুই নেই।
জেলা কালেক্টর শ্রীনিবাস শর্মা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি সর্বশিক্ষা অভিযানের জেলা প্রোজেক্ট কোঅর্ডিনেটর (ডিপিসি)-কে তদন্তের নির্দেশ দিয়েছেন। ডিপিসি জানিয়েছেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি ব্লক রিসোর্স অফিসারকে অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন।
মিড মে মিলের থালা দিয়ে ক্ষুদে পড়ুয়াদের স্কুলের শৌচাগার সাফ করতে বাধ্য করার অভিযোগ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Nov 2017 09:11 PM (IST)
ফাইল ছবি
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -