আজ সাহসী সেনা অফিসারের ভয়াবহ হত্যার নিন্দায় একসুর গোটা দেশ। দফায় দফায় ট্যুইট করে জেটলি বলেন, লেফটেন্যান্ট উমর ফয়াজের পরিবারের শোক আমরা ভাগ করে নিচ্ছে, সহমর্মিতা জানাচ্ছি।
জানা গিয়েছে, গতকাল রাত দশটা নাগাদ আত্মীয়ের বাড়ি থেকে তাঁকে তুলে নিয়ে যায় সন্ত্রাসবাদীরা। সন্ধান করতে করতে তাঁর বুলেটবিদ্ধ দেহ আজ সকালে পাওয়া যায় সোপিয়ানের হারমেন এলাকায়। মাত্র ৫ মাস আগে গত ডিসেম্বরে সেনাবাহিনীতে কমিশনড হন মাত্র ২৩ বছর বয়সি ফয়াজ।
জেটলি লেখেন, লেফটন্যান্ট ফয়াজ ছিলেন এক ব্যতিক্রমী স্পোর্টসম্যান। উপত্যকা থেকে সন্ত্রাসবাদ নির্মূল করতে ভারতের দায়বদ্ধতা ফের উচ্চারিত হল তাঁর বলিদানে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হংসরাজ আহির সেনা অফিসারের হত্যার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন। বলেছেন, তরুণ অফিসার উমর ফয়াজের হত্যার নিন্দা জানাই। রিপোর্টের অপেক্ষায় রয়েছি।