কোয়েম্বাত্তোর:তামিলনাড়ু-কেরল সীমান্তের ওয়েলায়ারে  জনবসতির কাছে গতকাল উদ্ধার ১১ ফুট লম্বা শঙ্খচূড়। পরে ওই সর্পিণীকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয় বলে বন বিভাগের আধিকারিকরা জানিয়েছেন।
মাদুক্কারাই ফরেস্ট রেঞ্জ অফিসার এম সেন্থিলকুমার বলেছেন, প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে ওই শঙ্খচূড়টিকে দেখতে পান স্থানীয় এক বাসিন্দা। খবর পেয়ে সাপ শিকারী এআর আমিন ও অন্যান্য আধিকারিকদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান সেন্থিলকুমার।
জনবসতি থেকে মাত্র ২০০ মিটার দূরে সর্পিণীকে দেখা যায়। ছোট সাপের পাশাপাশি খাবার ও জলের  সন্ধানেই  সেটি এখানে এসে থাকতে পারে। কয়েক মিনিটের মধ্যেই সাপটিকে ধরে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।
এই ফরেস্ট রেঞ্জে এই নিয়ে তিনবার শঙ্খচূড় উদ্ধার করল বন বিভাগ।