নয়াদিল্লি: এয়ার ইন্ডিয়াকে সার্টিফিকেট শাহরুখ খানের। ঋণ জর্জরিত সরকারি বিমান সংস্থা যখন ঘুরে দাঁড়াতে মরিয়া, পাশাপাশি সাম্প্রতিক কালে তাদের বিরুদ্ধে নিম্নমানের পরিষেবার অভিযোগে যাত্রীদের নিন্দা, ক্ষোভ প্রকাশের নানা ঘটনা সামনে আসছে, সেসময় কিং খান বলেছেন, ‘কোনও দ্বিধা না রেখেই’ ‘ব্যক্তিগত ভাবে’ তিনি নিজেকে এয়ার ইন্ডিয়ার দূত ঘোষণা করছেন।
রবিবার শাহরুখ নিউ ইয়র্ক থেকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে মুম্বই ফেরেন বলে জানিয়েছেন বিমান সংস্থার এক প্রতিনিধি।



শাহরুখ ট্যুইট করেছেন, বেসরকারি ভাবে কোনও দ্বিধা না রেখেই নিজেকে এয়ার ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার বলতে চাই। উষ্ণ আতিথ্যে ভরা চমত্কার সফরের জন্য গ্রাউন্ড স্টাফ ও পাইলটদের ধন্যবাদ। ওঁরা সকলেই দারুণ। মহারাজা তো মহারাজাই হয়।
‘মহারাজা’ খ্যাতি পাওয়া দেশের সরকারি বিমান সংস্থা শাহরুখের মতো তারকার প্রশংসায় আপ্লুত। তারা ট্যুইট করেছে, কিং খানকে পরিষেবা দিতে পারা মহারাজার কাছে সবসময়ই তৃপ্তির ব্যাপার। এয়ার ইন্ডিয়া পরিবার আপনার মধুর প্রশংসাসূচক কথায় গভীর আনন্দ পেয়েছে। আমাদের কাছে এটা বিরাট অনুপ্রেরণা। কিং খান যখন মহারাজার ব্র্যান্ড অ্যাম্বাসাডার, তখন আমরা সত্যিই বিনম্র বোধ করছি।
অন্য অনেকের মধ্যে শাহরুখের ট্যুইটটি রিট্যুইটও করেছেন অসামরিক বিমান পরিবহণমন্ত্রী জয়ন্ত সিনহা।




প্রসঙ্গত, সরকারি ভাবে কাউকে ব্র্যান্ড অ্যাম্বাসাডার করেনি এয়ার ইন্ডিয়া।