পটনা: বিহারে পরীক্ষার ফলে ব্যাপক দুর্নীতির ঘটনায় মূল অভিযুক্ত লালকেশ্বর প্রসাদ সিংহ এবং তাঁর স্ত্রী তথা প্রাক্তন জনতা দল ইউনাইটেড বিধায়ক উষা সিংহকে গ্রেফতার করল পুলিশ। তাঁরা দীর্ঘদিন গা ঢাকা দিয়ে থাকার পর উত্তরপ্রদেশের বারাণসী থেকে ধরা পড়েছেন।

 

বিহার স্কুল এগজামিনেশন বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান লালকেশ্বর। তাঁর স্ত্রী পটনার গঙ্গা দেবী কলেজের অধ্যক্ষ ছিলেন। দু জনের বিরুদ্ধেই বিপুল অর্থের বিনিময়ে অযোগ্য ছাত্রদের দ্বাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষায় প্রথম সারিতে থাকার ব্যবস্থা করে দেওয়ার অভিযোগ রয়েছে। পটনা হাইকোর্ট তাঁদের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করার পরেই পালিয়ে যান যুগল। অবশেষে তাঁদের গ্রেফতার করা সম্ভব হল।

 

বৈশালির বিষুণ রাই ইন্টারমিডিয়েট কলেজের অধ্যক্ষ বাচ্চা রাই আগেই পুলিশের জালে ধরা পড়েছেন। তিনি লালকেশ্বর ও উষার বিরুদ্ধে পুলিশকে অনেক তথ্য দিয়েছেন। জানা গিয়েছে, কীভাবে অর্থের বিনিময়ে ডিগ্রি পাইয়ে দেওয়ার চক্র চালাতেন তাঁরা। বাচ্চা রাই-এর বাড়ি থেকে ২০ কেজিরও বেশি গয়না উদ্ধার হয়েছে।

 

বিজেপি নেতা সুশীল কুমার মোদীর দাবি, আরজেডি সমর্থক বাচ্চা রাই এবারের বিধানসভা নির্বাচনে তেজস্বী যাদব এবং তেজ প্রতাপ যাদবকে জেতানোর জন্য লালুপ্রসাদ যাদবের চেয়েও বেশি পরিশ্রম করেছিলেন। ডিগ্রি কেলেঙ্কারির সঙ্গে রাজনৈতিক নেতাদের যোগ রয়েছে।