নয়াদিল্লি: প্রাক্তন আইপিএস অফিসার কিরণ বেদী পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর হলেন। তিনি লেফটেন্যান্ট জেনারেল এ কে সিংহের স্থানাভিষিক্ত হচ্ছেন। এ কে সিংহ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের লেফটেন্যান্ট গভর্নর হওয়ার পাশাপাশি ২০১৪ থেকে পুদুচেরিরও দায়িত্ব সামলাচ্ছিলেন।


গত বছর জানুয়ারিতে কিরণ বেদী বিজেপিতে যোগ দেন। তাঁকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করেই দিল্লি ভোটে লড়ে তাঁর দল। কিন্তু সেই ভোটে বিজেপির শোচনীয় পরাজয়ে প্রশ্ন ওঠে, রাজনীতির মঞ্চে অজানা, আনকোরা নতুন মুখকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করে বিজেপি ভুল করেছে কিনা।

যদিও এক সময়ের দুঁদে আইপিএস অফিসার বেদী মন্তব্য করেছেন, প্রশাসনিক কাজকর্মে তাঁর বিশ্বাসযোগ্যতা রয়েছে, সেই মর্যাদা এবারেও ধরে রাখবেন তিনি। তা ছাড়া ১৯৯৮- ৯৯ সালে দিল্লির তৎকালীন লেফটেন্যান্ট গভর্নর তেজিন্দর খান্নার সচিব পদে তিনি কাজ করেন। নতুন পদে সেই অভিজ্ঞতাও কাজে দেবে বলে তাঁর ধারণা।