কুন্তল চক্রবর্তী, নয়াদিল্লি: ভারত থেকে যাওয়া কবাডি দলকে হারিয়ে চ্যাম্পিয়ন পাকিস্তান। অভিনন্দন জানিয়ে পাক-প্রধানমন্ত্রীর ট্যুইট। দল ফেডারেশন স্বীকৃত নয়, দাবি ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজুর। কীভাবে পাকিস্তানে যাওয়ার অনুমতি? মুখে কুলুপ কেন্দ্রের।

বিতর্কিত কবাডি ম্যাচ নিয়ে কার্যত ভারত-পাক কবাডি! পাক-প্রধানমন্ত্রীর ট্যুইটের পাল্টা কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী! সম্প্রতি ফেডারেশনের অনুমোদন ছাড়াই এদেশ থেকে একটি কবাডি টিম পাকিস্তানে টুর্নামেন্ট খেলতে যায়। তাদের ভারতের জাতীয় কবাডি দলের স্বীকৃতি নেই। অস্বীকৃত ওই দলকে হারিয়ে সার্কেল কবাডির বিশ্বখেতাব জেতে পাকিস্তান।

তারপরই ইমরান খানের ট্যুইট, ‘ভারতকে হারিয়ে কবাডিতে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার জন্য পাকিস্তানকে অসংখ্য অভিনন্দন।’




আর, এই ট্যুইট ঘিরেই মাথাচাড়া দেয় বিতর্ক। পাল্টা জবাব কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর। যে দলের ভারতের জাতীয় দলের স্বীকৃতি নেই, পাকিস্তান তাদের হারানোর পর পাক-প্রধানমন্ত্রী এমন হাল্কা মন্তব্য করেন কীভাবে? প্রশ্ন কিরেণ রিজিজুর। কিন্তু, এই চাপান-উতোরের মধ্যেও মাথাচাড়া দিচ্ছে প্রশ্ন। ফেডারেশনের স্বীকৃতি তো নেই-ই। তার উপর দলটি পাকিস্তানে যাওয়ার ছাড়পত্রই বা পেল কীভাবে? সব মিলিয়ে ভারতের অস্বীকৃত কবাডি দল নিয়ে ফের উত্তপ্ত দু’দেশের আবহ।