নয়াদিল্লি: সংসদে অভিনেতাদের উপস্থিতির তালিকায় শীর্ষে বিজেপি সাংসদ কিরণ খের। সবচেয়ে খারাপ রেকর্ড রেখার।
পরিষদীয় গবেষণা সংস্থার তথ্য অনুযায়ী, চণ্ডীগড়ের সাংসদ কিরণ খেরের উপস্থিতির হার শতকরা ৮৫ শতাংশ। অভিনেতাদের মধ্যে এই তালিকায় তিনি শীর্ষে। তারপরেই রয়েছেন বিজেপি সাংসদ পরেশ রাওয়াল, বীরভূমের সাংসদ তৃণমূল কংগ্রেস নেত্রী শতাব্দী রায়, ভোজপুরী অভিনেতা তথা গায়ক বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি। এঁদের উপস্থিতির হার ৭৬ শতাংশ। উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির সাংসদ, অভিনেত্রী জয়া বচ্চনের উপস্থিতির হার ৭৪ শতাংশ। তৃণমূল সাংসদ মুনমুন সেন এবং সাংসদ তাপস পালের উপস্থিতির হার যথাক্রমে ৭০ এবং ৬৪ শতাংশ। বিজেপি সাংসদ শত্রুঘ্ন সিনহার উপস্থিতির হার ৬৮ শতাংশ। যদিও তিনি কোনও আলোচনায় অংশ নেননি। কোনও প্রশ্নও করেননি। বিজেপি সাংসদ বিনোদ খান্নার উপস্থিতি ৫৯ শতাংশ। ওড়িশি অভিনেতা বিজু জনতা দলের সাংসদ সিধান্ত মহাপাত্রর উপস্থিতি ৬৮ শতাংশ।
সাধারণত লোকসভায় সাংসদদের উপস্থিতির হার থাকে ৮২ শতাংশ। রাজ্যসভায় ৭৯ শতাংশ।
রেকর্ড অনুযায়ী, মথুরার সাংসদ হেমা মালিনীর উপস্থিতির হার ৩৭ শতাংশ। ১০ টি বিতর্কে যোগ দিয়েছেন তিনি। মোট ১১৩ টি প্রশ্নও করেছেন। ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে অভিনেতা দেবের উপস্থিতি ৯ শতাংশ। অভিনেতা মিঠুন চক্রবর্তীর উপস্থিতি দেবের থেকে ১ শতাংশ বেশি। অর্থাত্, ১০ শতাংশ। এখনও পর্যন্ত কোও বিতর্কে অংশ নেননি তিনি। কোনও প্রশ্নও করেননি।
তবে সংসদে উপস্থিত না থাকার তালিকায় এঁদের সবার রেকর্ড ছাপিয়ে গিয়েছেন অভিনেত্রী রেখা। তাঁর উপস্থিতির হার ৫ শতাংশ। ২০১২-এ মনোনীত হয়েছিলেন রেখা। এখনও পর্যন্ত কোনও আলোচনায় অংশ নেননি তিনি। করেননি কোনও প্রশ্নও।
সংসদে হাজিরা: অভিনেতাদের মধ্যে সবার আগে কিরণ খের, সবচেয়ে খারাপ রেকর্ড রেখার
Web Desk, ABP Ananda
Updated at:
05 Sep 2016 10:10 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -