নয়াদিল্লি:  লালকেল্লার প্রচীর থেকে স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ তখন শেষের মুখে। ঠিক সেই সময়ই মঞ্চের একেবারে নিচে উড়ে এসে পড়ল একটা কালো রঙের ঘুড়ি। এই ঘটনায় প্রধানমন্ত্রীর ভাষণে কোনও ব্যাঘাত ঘটেনি। তিনি তাঁর বক্তৃতা চালিয়ে যান।

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রাজধানী দিল্লিকে নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। আকাশপথেও ছিল কড়া নজরদারি।

ঐতিহাসিক মুঘল স্থাপত্য লালকেল্লার চারদিকে দিল্লি পুলিশের ৯,১০০ জন কর্মী সহ কয়েক হাজার নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়। লালকেল্লার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে হাজির ছিলেন কেন্দ্রের গুরুত্বপূর্ণ মন্ত্রী, পদস্থ আমলা, বিদেশি অতিথি ও সাধারণ মানুষ।

লালকেল্লামুখী রাস্তাগুলিতে ছিল পুলিশ ও আধা সামরিক বাহিনী। পুরো এলাকা জুড়ে সিসিটিভি ক্যামেরা বসানো হয়। কোনও সন্দেহজনক গতিবিধিতে নজরদারি করতেই এই পদক্ষেপ।

বিভিন্ন জায়গায় ব্যারিকেড গড়ে তোলা হয়। অনুষ্ঠানস্থলে দিকেই শুধুমাত্র অনুমতিপ্রাপ্ত গাড়িগুলিকেই যেতে দেওয়া হয়।