পটনা: উন্নাও ও কাঠুয়ায় দুই নাবালিকার গণধর্ষণের ঘটনা নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন কংগ্রেস সাংসদ রেণুকা চৌধুরী। তিনি মহিলাদের উপর অত্যাচারের অভিযোগের ক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়ে মন্তব্য করতে গিয়ে বলিউডের বিখ্যাত ছবি শোলের সংলাপ উল্লেখ করেন। এই কংগ্রেস সাংসদ বলেন, ‘এখন কোনও মহিলা বাড়ির বাইরে যেতে পারেন না। কোনও মহিলা বাড়ির বাইরে গিয়ে যদি ধর্ষিতা হন এবং থানায় অভিযোগ জানাতে যান, তখন পুলিশ প্রশ্ন করে, কিতনে আদমি থে?’ রেণুকার এই মন্তব্য নিয়েই বিতর্ক তৈরি হয়েছে।


এর আগেও একাধিক নেতা-নেত্রী ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। বিজেপি সাংসদ তথা বলিউডের বিখ্যাত অভিনেত্রী হেমা মালিনী দাবি করেছেন, ‘আগেও ধর্ষণ হত, কিন্তু সে বিষয়ে কোনও তথ্য পাওয়া যেত না। এখন ধর্ষণ নিয়ে বেশি হইচই হচ্ছে।’ কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ার আবার বলেছেন, ‘ভারতের মতো বড় দেশে দু-একটি ধর্ষণের ঘটনা ঘটতেই পারে। তাতে হইচই করার কিছু নেই।’