কলকাতা: শনিবার থেকেই পুনরায় চালু হবে কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস। ঈদ উপলক্ষ্যে গত ৫ তারিখ এই ট্রেনের যাত্রা সাময়িক স্থগিত রাখা হয়। রেলের মুখপাত্র অনিল সাক্সেনা বৃহস্পতিবার জানান, প্রতিবছর এই সময়ে প্রথামাফিক মৈত্রী এক্সপ্রেসের যাত্রা বন্ধ রাখা হয়। কারণ হিসেবে তিনি বলেন, এই সময় ঈদের কারণে অন্য রেলের সঙ্গে জড়িত অন্যান্য পরিষেবা ব্যাহত হয়। তাই সহমতেই যাত্রা বন্ধ রাখা হয়।


গত ৫ তারিখ যখন মৈত্রী এক্সপ্রেসের যাত্রা একদিনের জন্য স্থগিত রাখা হয়, তখন বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত হয়েছিল যে ঢাকা হামলার প্রেক্ষিতে নিরাপত্তার কারণে এই ট্রেন স্থগিত রাখা হয়েছে। এদিন সেই তত্ত্ব খারিজ করেছে রেল। সাক্সেনা জানিয়ে দেন, মৈত্রী-যাত্রা বন্ধ করার পিছনে ঢাকা-হামলার কোনও যোগ নেই। প্রসঙ্গত, কলকাতা ও ঢাকার মধ্যে সপ্তাহে দুদিন করে চলে মৈত্রী এক্সপ্রেস।