কলকাতা: বধূ নির্যাতনের অভিযোগে ভারতীয় দলের পেসার মহম্মদ সামির বিরুদ্ধে বৃহস্পতিবার চার্জশিট দিল পুলিশ। এদিন আলিপুর আদালতে এই ক্রিকেটারের দাদার বিরুদ্ধেও চার্জশিট দিয়েছে লালবাজারের উইমেন্স গ্রিভান্স সেল। সামির দাদার বিরুদ্ধে বধূ নির্যাতন ছাড়াও শ্লীলতাহানির অভিযোগও যুক্ত করা হয়েছে চার্জশিটে। তবে খুনের চেষ্টা বা ধর্ষণের মতো গুরুতর অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সামি ও তাঁর দাদাকে। মামলা থেকে অব্যাহতি পেয়েছেন সামির পরিবারের অন্য তিন সদস্য।
গত বছর সামির বিরুদ্ধে লালবাজারে অভিযোগ করেন তাঁর স্ত্রী হাসিন জাহান। সেই মামলাতেই আজ চার্জশিট দেওয়া হল। হাসিনের আইনজীবীরা জানিয়েছেন, সবকিছু খতিয়ে দেখে তাঁরা পরবর্তী পদক্ষেপ করবেন।
মহম্মদ সামির বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগে চার্জশিট
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Mar 2019 09:10 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -