কোল্লাম: কেরলের কোল্লামে পুত্তিঙ্গাল দেবী মন্দিরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ধৃত ৫।
পুলিশ জানিয়েছে, বাজি উতসবের আয়োজকদের সঙ্গে যোগ ছিল ওই পাঁচজনের। আপাতত পুলিশি হেফাজতে রাখা হয়েছে তাদের।
পুলিশের অপরাধ দমন শাখার অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অননাথাকৃষ্ণন আজ সকালে গোটা এলাকা পরিদর্শনে যান। সরকারের মেডিক্যাল টিম বিভিন্ন হাসপাতালে ঘুরে ঘুরে আহতদের চিকিতসা করছেন।
প্রসঙ্গত, ১০০ বছরের পুরোনো এই মন্দিরে ভয়াবহ আগুন লাগার ঘটনায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১০৮। আজ সকালেই হাসপাতালে মৃত্যু হয়েছে অগ্নিদগ্ধ দুজনের। আহত ৩০০-রও অধিক।
ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে কেরল সরকার। পুলিশ জানিয়েছে, মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধে বিবিধ ধারায় মামলা রুজু হয়েছে।
কেরলের মন্দিরে অগ্নিকাণ্ডে ধৃত ৫
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 Apr 2016 06:02 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -