আহমেদনগর:  কোপারদি গণধর্ষণ ও খুন মামলায় তিন দোষী সাব্যস্তের মৃত্যুদণ্ডের সাজা দিল সেখানকার এক জেলা ও দায়রা আদালত। প্রসঙ্গত, ২০১৬ সালে মহারাষ্ট্রের কোপারদিতে এক পনেরো বছরের কিশোরীকে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করা হয়। সেই মামলাতেই তিনজনকে গ্রেফতার করা হয়েছিল। গত ১৮ নভেম্বর তিন জনকে দোষীসাব্যস্ত করে আদালত। আজ সেখানকার এক সেশন কোর্টের অ্যাডিশনাল স্পেশাল জাজ সুবর্ণা কেভালে জিতেন্দ্র বাবুলাল শিন্ডে, সন্তোষ গোরাখ ভাওয়াল এবং নীতিন গোপীনাথ ভাইলুমেকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন।


এই ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে মরাঠা সম্প্রদায়ের মধ্যে ক্ষোভের আগুন দেখা গিয়েছিল। সেসময় এই ধর্ষণের প্রতিবাদে এবং অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে সারা রাজ্যু জুড়ে বিক্ষোভ, আন্দোলন হয়।

ধর্ষিতা কিশোরী মরাঠা সম্প্রদায়ের ছিলেন। ১৩ জুলাই ২০১৬ সালে আহমেদনগরের কোপারদি গ্রামে এই ধর্ষণের ঘটনাটি ঘটে। মেয়েটির সারা গায়ে আঘাতের চিহ্ন ছিল। এমনকি কিশোরীর পা পর্যন্ত ভেঙে গিয়েছিল ওই পাশবিক অত্যাচারের সময়। গত ৭ অক্টোবর আহমেদনগর থানার পুলিশ এই মামলায় ৩৫০ পাতার চার্জশিট দায়ের করে।