আহমেদনগর: ২০১৬ সালে কোপারদি গ্রামে ১৫ বছরের এক কিশোরীকে গণধর্ষণ ও খুনের ঘটনায় তিন জনকে দোষী সাব্যস্ত করল মহারাষ্ট্রের সেশন কোর্ট। বিচারপতি সুবর্ণা কেভালে এই মামলায় জিতেন্দ্র বাবুলাল শিন্দে, সন্তোষ গোরখ ভাওয়াল এবং নীতিন গোপীনাথ ভাইলুমেকে ধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত করেছেন। আগামী ২২ নভেম্বর সাজা ঘোষণা।
২০১৬ সালের সেই গণধর্ষণকাণ্ডের পর সারা মহারাষ্ট্র জুড়ে প্রতিবাদ আন্দোলন শুরু হয়। মরাঠা সম্প্রদায়ের মধ্যে এই ঘটনার মারাত্মক প্রভাব পড়ে, কারণ মেয়েটি ওই সম্প্রদায়েরই ছিল। গতবছর জুলাইয়ে এই ধর্ষণের ঘটনাটি ঘটে। মৃত্যুর পর ধর্ষিতার দেহের ময়নাতদন্ত রিপোর্টে দেখা যায়, মেয়েটির সারা গায়ে আঘাতের চিহ্ন ছিল। এমনকি মেয়েটির পা পর্যন্ত ভেঙে দেয় দুষ্কৃতীরা। ৭ অক্টোবর এই ঘটনায় চার্জশিট গঠন করে আদালত। সাড়ে তিনশো পাতার চার্জশিটে অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ও ৩৭৬ ধারায় মামলা রুজু করা হয়।
কোপারদি গণধর্ষণ, খুনের ঘটনায় দোষী সাব্যস্ত তিন, ২২ নভেম্বর সাজা ঘোষণা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Nov 2017 04:14 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -