কোঝিকোড়: কলার খোসা খুলতেই যে বেরোল তা দেখে চোখ কার্যত ছানাবড়া হয়ে গেল কেরলের কোঝিকোড় বিমানবন্দরের শুল্ক আধিকারিকদের। কলার মধ্যে রাশি রাশি সৌদি মুদ্রা রিয়াল। ভারতীয় মুদ্রায় পরিমাণ ৪৫.৬৯ লক্ষ টাকা। ডিরেক্টরেট অফ রেভেনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই) আধিকারিকরা দুবাই-গামী বিমানের দুই যাত্রীর কাছ থেকে বাজেয়াপ্ত করল ওই সৌদি মুদ্রা।
ডিআরআই আধিকারিকরা জানিয়েছেন, যাত্রীদের চেক-ইন লাগেজে অনেক কলা রেখেছিল ওই দুই যাত্রী। সেই কলাগুলির মধ্যেই সুকৌশলে লুকিয়ে রাখা হয়েছিল নোটগুলি।
গোপন সূত্রে খবর পেয়ে ডিআরআই আধিকারিকরা ওই দুই যাত্রীর ছক ভেস্তে দেন।