কর্নাটকে দলের হারের জন্য ইভিএমের দিকে আঙুল তুললেন কংগ্রেস নেতা শাকিল আহমেদ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 May 2018 05:42 PM (IST)
নয়াদিল্লি: কর্নাটকে দলের হারের পর ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-র দিকে আঙুল তুললেন কংগ্রেস নেতা শাকিল আহমেদ। ইভিএম সঠিকভাবে কাজ করছে কিনা, সেই সংশয় ব্যক্ত করেছেন তিনি।
এর আগেও কংগ্রেস ইভিএম নিয়ে প্রশ্ন তুলেছে। এবার শাকিল আহমেদ বলেছেন, আমাদের ভোটের হার বিজেপির মতোই। কিন্তু আসনের ব্যবধান অনেকটাই। এক্ষেত্রে সরাসরি ইভিএম নিয়েই সন্দেহ রয়েছে। ইভিএমই আমাদের দলের হারের কারণ।
উল্লেখ্য, কর্নাটকে কংগ্রেসের প্রাপ্ত ভোটের হার বিজেপির থেকে বেশি। কংগ্রেস পেয়েছে ৩৮ শতাংশ ভোট। বিজেপির প্রাপ্ত ভোট ৩৭ শতাংশ।
উল্লেখ্য, এবার নির্বাচন কমিশন 'এম৩ ইভিএম' চালু করেছে। এগুলি টেম্পার প্রুফ, এতে কারচুপি করার চেষ্টা হলেই নিজে থেকেই কাজ বন্ধ করে দেয়। পরীক্ষামূলকভাবে পাঁচটি বিধানসভা কেন্দ্রে ওই ইভিএমের ব্যবহার করা হয়েছে বলে সংবাদসংস্থার খবর।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -