নয়াদিল্লি: আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত বা আইসিজের চূড়ান্ত রায় না বার হওয়া পর্যন্ত কূলভূষণ যাদবের প্রাণসংশয় হবে না। এ দেশে নিযুক্ত পাকিস্তানি হাই কমিশনার আবদুল বাসিত এই ইঙ্গিত দিয়েছেন। এই প্রথম কোনও পাক আধিকারিক এমন ইঙ্গিত দিলেন।


তবে একইসঙ্গে তিনি বলেছেন, আইসিজের রায়ের থেকে এ ক্ষেত্রে পাকিস্তানি আইন তাঁদের কাছে বেশি গুরুত্ব পাবে।

আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত পাকিস্তানে চর অপবাদে বন্দি কূলভূষণ যাদবের মৃত্যুদণ্ডাজ্ঞার ওপর যে স্থগিতাদেশ জারি করেছে, তার পুনর্বিবেচনা চেয়েছে ইসলামাবাদ।

বাসিত বলেছেন, ইসলামাবাদ আন্তর্জাতিক আইন মেনে চলতে প্রতিজ্ঞাবদ্ধ, যাদব মামলায় চূড়ান্ত রায় পর্যন্ত তারা অপেক্ষা করবে। তবে তাদের কাছে বেশি গুরুত্ব পাবে তাদের আঞ্চলিক আইন।

তাঁর কথায়, কোনও দেশ তার নিরাপত্তা নিয়ে আপস করে না আর কূলভূষণের বিরুদ্ধে তো সন্ত্রাসবাদের অভিযোগ রয়েছে।

ভারত সরকারের আশঙ্কা ছিল, আইসিজের চূড়ান্ত রায়ের আগেই পাকিস্তান কূলভূষণকে মেরে ফেলতে পারে। বাসিতের কথায় আপাতত সামান্য স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে তারা।

যদি আইসিজে কূলভূষণের মৃত্যুদণ্ডাজ্ঞা প্রত্যাখ্যান করতে অস্বীকার করে তবে কূলভূষণ ৬০ দিনের মধ্যে পাক সেনা প্রধানের কাছে প্রাণভিক্ষা চাইতে পারেন। তাও প্রত্যাখ্যাত হলে তিনি আবেদন করতে পারেন পাক প্রেসিডেন্টের কাছে।