নয়াদিল্লি: পাকিস্তানের প্রকাশিত কুলভূষণ যাদবের ভিডিওকে খারিজ করল ভারত। নয়াদিল্লি জানিয়ে দিল, ভিডিওর কোনও বিশ্বাসযোগ্যতা নেই। ‘জোর করে’ যাদবের মুখ দিয়ে মিথ্যে কথা বলিয়ে নিজেদের স্বপক্ষে ‘প্রচার’ করছে ইসলামাবাদ।


সম্প্রতি, কুলভূষণ যাদবের একটি ভিডিও প্রকাশ করে পাক বিদেশমন্ত্রক। ওই ভিডিওতে দেখা যায়, ৪৭ বছরের কুলভূষণ উদ্দেশ্যে প্রশ্ন করছেন, তিনি যে এদেশের গুপ্তচর সংস্থার হয়ে কাজ করেন, তা কেন অস্বীকার করছে ভারত সরকার।


পাকিস্তানের প্রকাশিত ভিডিওর জবাব দিতে গিয়ে এদিন বিদেশমন্ত্রকের মুখপাত্র রবনীশ কুমার বলেন, এতে অবাক হওয়ার কিছু নেই। পাকিস্তান যে জোর করে মিথ্যে কথা বলিয়ে নেওয়ার প্রথা চালিয়ে যাচ্ছে, তা স্পষ্ট। ওদের বোঝা উচিত এধরনের প্রচারমূলক কাজে কোনও বিশ্বাসযোগ্যতা থাকে না।


ওই ভিডিওতে যাদবকে এ-ও বলতে শোনা যায় যে, পাক সরকার তাঁর ভাল দেখভাল করছে। এই বিষয়টিকেও খারিজ করে দিয়েছে বিদেশমন্ত্রক। রবনীশ বলেন, এটা অবাস্তব যে কোনও বন্দি নিজের মুখে ভাল থাকার কথা এবং আটককারীদের তোলা অভিযোগ স্বেচ্ছায় বলছেন। ফলে, এই নিয়ে মন্তব্য না করাই ভাল।


রবনীশ যোগ করেন, পাকিস্তানকে একটা পরামর্শ দেওয়ার আছে। তা হল, সন্ত্রাসবাদ নিয়ে আন্তর্জাতিক বাধ্যবাধকতাকে মান্যতা দিক এবং ভারতীয় নাগরিকের মানবাধিকার লঙ্ঘন করা থেকে বিরত থাকুক।


গত ২৫ ডিসেম্বর, পাক বিদেশমন্ত্রকের দফতরে কুলভূষণের সঙ্গে সাক্ষাত করতে দেওয়া হয় তাঁর মা ও স্ত্রীকে। কিন্তু, দুজনের মধ্যে কাচের দেওয়াল ছিল। এই নিয়ে পাকিস্তানের তীব্র সমালোচনা করে ভারত।