নয়াদিল্লি: উন্নাওয়ের নির্যাতিতার বাবাকে পরিকল্পনা করে খুনের ঘটনায় দোষী সাব্যস্ত করা হল বহিষ্কৃত বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গারকে। উত্তরপ্রদেশের বাঙগেরমাও বিধানসভার এই বিধায়ক ছাড়াও কুলদীপের ভাই অতুল, মাখি থানার স্টেশন ইন-চার্জ, সাব ইন্সপেক্টর কামতা প্রসাদ ও কনস্টেবল আমির খান সহ ৬ জনকে এদিন দোষী সাব্যস্ত করেছে দিল্লির আদালত।


২০১৭ সালের এপ্রিলে বিচার বিভাগীয় হেফাজতেই মৃত্যু হয় উন্নাওয়ের ধর্ষিতার বাবার। ৩ এপ্রিল সহকর্মীদের সঙ্গে বাড়ি ফিরছিলেন তিনি। সেখানে শশী প্রতাপ সিংহ তাঁর থেকে ‘লিফট’ চাইলে তা অস্বীকার করা হয়। এরপরই শশী প্রতাপ তাঁর দলবল নিয়ে আসে। সেখানে এসে উপস্থিত হন কুলদীপ সেঙ্গারের ভাই অতুলও। তারপরই ধর্ষিতার বাবাকে বেধড়ক মারধর করে মাখি থানায় নিয়ে যাওয়া হয়। এখানেই শেষ নয়। সেখানে ধর্ষিতার বাবার বিরুদ্ধেই এফআইআর করা হয়। গ্রেফতার করা হয় ধর্ষিতার বাবাকে।


চার্জশিটে বলা হয়েছে, কুলদীপ সেঙ্গার এই ঘটনার নেপথ্যে ছিলেন। ওই চার্জশিটে চক্রান্ত করে খুনের কথাও উল্লেখ করা হয়েছে। সেখানে এও বলা হয়েছে, মাখি থানার পুলিশ সুপারিনটেনডেন্ট এবং ইন-চার্জের সঙ্গে যোগাযোগ ছিল সেঙ্গারের। পরে চিকিৎসককে ধর্ষিতার বাবাকে পরীক্ষা করার কথাও বলেন সেঙ্গার। এই ঘটনায় মোট ১১ জন অভিযুক্ত ছিল। তাঁদের মধ্যে ৬ জনকে দোষী সাব্যস্ত করেছে দিল্লি আদালত।


প্রসঙ্গত, উন্নাও কাণ্ডে দোষী সাব্যস্ত কুলদীপ ইতিমধ্যেই জেলে। তাঁর আমৃত্যু কারাদণ্ডের সাজা হয়েছে। উল্লেখ্য, উন্নাওয়ের নির্যাতিতা এখন দিল্লিতে সিআরপিএফ-এর নিরাপত্তায় রয়েছেন। রাজধানীতে এইমসে তাঁর চিকিৎসা চলছে।