পুলিশ সূত্রে খবর, তখন পাল্টা গুলি চালায় জঙ্গিরা। এর আগে মঙ্গলবারই অনন্তনাগে ২ জইশ জঙ্গিকে খতম করেছে নিরাপত্তাবাহিনী। তাদের মধ্যে একজন পাক নাগরিক বলে জানা গিয়েছে। কুলগামে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াই, এখনও পর্যন্ত হত ১ জঙ্গি
web desk, ABP Ananda | 29 May 2019 08:00 AM (IST)
ওই এলাকায় গা-ঢাকা দিয়ে আছে বেশ কিছু সন্ত্রাসবাদী – মঙ্গলবার সন্ধেয় এই খবর পেয়ে এলাকা ঘিরে তল্লাশি চালায় রাষ্ট্রীয় রাইফেলস, এসওজি ও সিআরপিএফ। তারপর জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে গুলি চালায় তারা।
কুলগাম: জম্মু-কাশ্মীরের তেজিপোরা, মোহাম্মদপোরায় ভোর রাত থেকে চলছে গুলির লড়াই। শেষ পাওয়া খবর অনুসারে, নিরাপত্তাবাহিনীর সঙ্গে তুমুল গুলির লড়াইয়ে হত ১ জঙ্গি। দুই বা তার বেশি জঙ্গি ওই এলাকায় আটকা পড়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। চলছে সংঘর্ষ। তাই নিরাপত্তার কথা ভেবে ওই এলাকায় মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। ওই এলাকায় গা-ঢাকা দিয়ে আছে বেশ কিছু সন্ত্রাসবাদী – মঙ্গলবার সন্ধেয় এই খবর পেয়ে এলাকা ঘিরে তল্লাশি চালায় রাষ্ট্রীয় রাইফেলস, এসওজি ও সিআরপিএফ। তারপর জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে গুলি চালায় তারা।