ওই এলাকায় গা-ঢাকা দিয়ে আছে বেশ কিছু সন্ত্রাসবাদী – মঙ্গলবার সন্ধেয় এই খবর পেয়ে এলাকা ঘিরে তল্লাশি চালায় রাষ্ট্রীয় রাইফেলস, এসওজি ও সিআরপিএফ। তারপর জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে গুলি চালায় তারা।
পুলিশ সূত্রে খবর, তখন পাল্টা গুলি চালায় জঙ্গিরা।
এর আগে মঙ্গলবারই অনন্তনাগে ২ জইশ জঙ্গিকে খতম করেছে নিরাপত্তাবাহিনী। তাদের মধ্যে একজন পাক নাগরিক বলে জানা গিয়েছে।