কোবিন্দকে অভিনন্দন মীরার, উনি কংগ্রেসের পরিবারতন্ত্রের প্রতিনিধিত্ব করেছেন, কটাক্ষ বিজেপি-র
Web Desk, ABP Ananda | 20 Jul 2017 08:53 PM (IST)
নয়াদিল্লি: রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী এনডিএ প্রার্থী রামনাথ কোবিন্দকে অভিনন্দন জানালেন পরাজিত বিরোধী প্রার্থী মীরা কুমার। লোকসভার প্রাক্তন স্পিকার বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার জন্য রামনাথ কোবিন্দজিকে অভিনন্দন। এই কঠিন সময়ে তাঁকেই সংবিধান রক্ষা করতে হবে। মীরা আরও বলেছেন, ধর্মনিরপেক্ষতা, নিপীড়িত ও প্রান্তিক মানুষের জন্য তাঁর লড়াই চলবে। যাঁরা তাঁকে সমর্থন করেছেন, তাঁদের ধন্যবাদ। বিজেপি অবশ্য মীরাকে খোঁচা দিতে ছাড়েনি। বিজেপি মুখপাত্র জিভিএল নরসিংহ রাও বলেছেন, মীরা কংগ্রেসের পরিবারতন্ত্রের প্রতিনিধি হিসেবে এবারের রাষ্ট্রপতি নির্বাচনে লড়াই করেছেন। তিনি আদর্শের জন্য লড়াই করেননি। কংগ্রেস দলিত-ক্ষমতায়নের ফাঁকা স্লোগান দিয়ে আসছে। ২০০৭ ও ২০১২ সালের রাষ্ট্রপতি নির্বাচনে যখন কংগ্রেস প্রার্থী জয়ী হন, তখন কোনও দলিতকে প্রার্থী করা হয়নি। কিন্তু বিজেপি একজন দলিতকে রাষ্ট্রপতি করার যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেটা খাঁটি। বিরোধীরা যখন ভোটব্যাঙ্কের রাজনীতি করছে, বিজেপি তখন সবাইকে নিয়ে উন্নতির পথে এগিয়ে যেতে চাইছে। বিরোধীরা দুর্নীতিকে সমর্থন করেছে। বিজেপি সেখানে সৎ প্রশাসনের পক্ষে। বিরোধীরা যখন সেনাবাহিনীকে অপমান করেছে, বিজেপি তখন সেনাবাহিনীকে সম্মান জানিয়েছে।