নয়াদিল্লি:  আম আদমি পার্টির অন্যতম প্রবীণ নেতা কুমার বিশ্বাস যোগ দিচ্ছেন বিজেপিতে, এবং বিজেপির টিকিটেই তিনি এবার আসন্ন উত্তরপ্রদেশ নির্বাচনে লড়বেন বলেও জানা গিয়েছে। যদিও খবর সঠিক নয় বলে দাবি করা হয়েছে আম আদমি পার্টির তরফে।


এই খবরের সত্যতা যাচাইয়ের জন্যে বুধবার সোশ্যাল মিডিয়ায়ে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে কুমার বিশ্বাস বলেন, এই রকম কোনও খবর সঠিক নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টিডিপিতে যোগ দিচ্ছেন, এটা যদি খবর হয়, তাহলে তাঁর গেরুয়া ব্রিগেডে যোগ দেওয়াটা তেমনই খবর। দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়াও কটাক্ষ করে খবরের সত্যতা অস্বীকার করেন।

প্রসঙ্গত, আপ সূত্রে খবর, প্রথমে পঞ্জাবের তারকা প্রচারকের তালিকায় নাম ছিল না কুমার বিশ্বাসের। কিন্তু পরে আপ-এর নির্বাচনী প্রচারে বিশেষ গুরুত্ব দেওয়া হয় তাঁকে। প্রবাসী ভারতীয়দের থেকে টাকা তোলার দায়িত্ব দেওয়া হয় আপ-এর এই নেতাকে।

এদিকে বিজেপি সূত্রে খবর, আপ নেতা কুমার বিশ্বাস এবং গেরুয়া ব্রিগেডের মধ্যে কথা হয়ে গেছে। কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের পর আনুষ্ঠানিকভাবে যোগদানের কথা ঘোষণা করা হবে। দিন কয়েক এর মধ্যেই বিজেপি সভাপতি অমিত শাহর সঙ্গেও দেখা করবেন কুমার বিশ্বাস। শোনা গেছে লোকসভা নির্বাচনে এই কুমার বিশ্বাসই আপ-এর টিকিটে অমেঠি থেকে রাহুল গাঁধী এবং স্মৃতি ইরানির বিরুদ্ধে লড়েছিলেন, তিনিই এবার বিজেপির টিকিটে উত্তরপ্রদেশের শাহিবাবাদ থেকে লড়তে পারেন নির্বাচনী যুদ্ধ।