বেঙ্গালুরু: কৃষকদের বিরাট স্বস্তি দিয়ে ৩৪ হাজার কোটি টাকার কৃষিঋণ মকুব করার ঘোষণা করলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী।
বৃহস্পতিবার, কর্নাটক বিধানসভায় জেডিএস-কংগ্রেস জোট সরকারের প্রথম বাজেট পেশ করেন কুমারস্বামী, যিনি রাজ্যের অর্থমন্ত্রীর পদও সামলাচ্ছেন। এদিন কৃষিক্ষেত্রে একাধিক প্রস্তাব পেশ করেন কুমারস্বামী। তিনি জানান, কৃষিঋণের ঊর্ধ্বসীমা ২ লক্ষ টাকা করে রাখা হয়েছে। কারণ, তিনি মনে করেন বেশি অর্থের ঋণ মকুব করা ‘ঠিক নয়’।
কুমারস্বামী বলেন, প্রথম দফায় ২০১৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কৃষকদের অনাদায়ী ঋণ মকুব করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এছাড়া, ঋণের যে পরিমাণ কৃষকরা ফেরত দিয়েছেন, সেই অর্থ অথবা ২৫ হাজার টাকা (যেটা কম হবে) তা পুনরায় কৃষকদের হাতে তুলে দেওয়া হবে।
কুমারস্বামী বলেন, সরকারের এই ঋণ মকুব প্রকল্পের ফলে মোট ৩৪ হাজার কোটি টাকার সুবিধা পাবেন কৃষকরা। রাজ্যের কোষাগারে এই বিপুল পরিমাণ বোঝা সামলাতে জ্বালানির ওপর অতিরিক্ত কর বসানোর প্রস্তাব দেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, এই খরচ সামলাতে রাজ্যকে বিকল্প আয়ের পথ বেছে নিতে হচ্ছে। যেমন—পেট্রোলের লিটারে ১.১৪ টাকা এবং ডিজেলে ১.১২ টাকা অতিরিক্ত কর বসানো হবে। পাশাপাশি, দেশে উৎপাদিত মদের ওপর অতিরিক্ত ৪ শতাংশ শুল্ক বসানোর প্রস্তাবও দেন তিনি।