নয়াদিল্লি: ক্ষমতায় এসেই বিভিন্ন সরকারি দপ্তরের বাবুদের কর্নাটকের আর্থিক হাল শক্তিশালী করার লক্ষ্যে অপ্রয়োজনীয় খরচ ছাঁটতে বললেন এইচ ডি কুমারস্বামী। মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে সরকারি বিজ্ঞপ্তি জারি করে সরকারি অফিসারকে বলা হয়েছে, নতুন গাড়ি কেনার আবেদন খতিয়ে দেখুন। নতুন গাড়ি ব্যবহারের জন্য ভাতার প্রস্তাবও পুনর্বিচার করতে বলা হয়েছে বিভিন্ন সরকারি দপ্তরের মাথাদের।

কংগ্রেসের সঙ্গে জোট করে রাজ্যে সরকার গড়ার পর জনতা দল (সেকুলার) নেতা বিভিন্ন দপ্তরের কর্তাদের পরামর্শ দিয়েছেন, যদি এড়ানো সম্ভব হয়, তবে অফিসবাড়ির সংস্কার, সাজগোজও আপাতত করবেন না। এমনকী তাঁদের সরকারি বাসভবনের সংস্কারের ভাবনা থাকলে তাও ভেবে দেখতে বলা হয়েছে শীর্ষকর্তাদের।
কর্নাটকের নয়া মুখ্যমন্ত্রী আরও একটি উল্লেখ করার মতো সিদ্ধান্ত নিয়েছেন। তিনি সরকারি বৈঠকে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছেন।

মুখ্যমন্ত্রীর দপ্তরের বিজ্ঞপ্তির বক্তব্য, গুরুত্বপূর্ণ আলোচনায় মোবাইল ফোন চালু থাকলে মনোযোগ নষ্ট হয়, প্রয়োজনীয় বিষয় গুরুত্ব পায় না। ১ জুন থেকেই কার্যকর হয়েছে এই সিদ্ধান্ত।
সূত্রের খবর, জেডি (এস) ও কংগ্রেসের মধ্যে দপ্তর বন্টন সংক্রান্ত আলোচনাতেই কৃচ্ছসাধনের জন্য ব্যবস্থা গ্রহণে ঐকমত্য হয়। সেই বৈঠকে সিদ্ধান্ত হয়, জেডি (এস)-এর হাতে থাকবে অর্থ দপ্তর, স্বরাষ্ট্র সামলাবে কংগ্রেস। শীর্ষ কংগ্রেস নেতা কে সি বেনুগোপাল জানিয়েছেন এ কথা। প্রথম মন্ত্রিসভা সম্প্রসারণ হবে ৬ জুন।