বর্ণিকার সমর্থনে রাস্তা অবরোধ, উপযু্ক্ত ব্যবস্থা না নিলে আরও তীব্র আন্দোলন, হুঁশিয়ারি কুণ্ডু খাপের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 09 Aug 2017 05:58 PM (IST)
চণ্ডীগড়: চণ্ডীগড়ের রাস্তায় আইএএস অফিসারের কন্যা বর্ণিকা কুণ্ডুকে নিগ্রহ করার ঘটনায় পুলিশ উপযুক্ত ব্যবস্থা না নিলে তীব্র আন্দোলনের হঁশিয়ারি দিল কুণ্ডু খাপ। এই খাপের নেতারা নিগৃহীতার পাশে দাঁড়িয়ে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি জানিয়েছেন। তাঁরা বলেছেন, ১৬ আগস্টের মধ্যে সঠিক ব্যবস্থা না নেওয়া হলে তাঁরা আন্দোলন তীব্রতর করবেন। টিটোলি গ্রাম সহ পার্শ্ববর্তী গ্রামগুলির বিপুল জনতা গতকাল জিন্দ-রোহটক সড়ক অবরোধ করে বর্ণিকার পাশে দাঁড়ান এবং তাঁর নিগ্রহকারীদের উপযুক্ত শাস্তির দাবি জানান। বীরেন্দর কুণ্ডু নামে এক বিক্ষোভকারী বলেছেন, নিগৃহীতার পরিবার কুণ্ডু গোষ্ঠীর। তাঁদের পূর্বপুরুষরা টিটোলি গ্রামের বাসিন্দা ছিলেন। তাই বর্ণিকা তাঁদেরই মেয়ে। সেজন্য বর্ণিকার প্রতি ন্যায়বিচারের দাবি জানাচ্ছেন তাঁরা। বীরেন্দর অভিযোগ করেন, ঘটনাক্রম দেখে তাঁদের আশঙ্কা যে, সরকার ঘটনা ধামাচাপা দিতে চাইছে। কারণ, অভিযুক্ত প্রভাবশালী পরিবারের। আর এক বিক্ষোভকারী রাজেশ বলেছেন, এটা শুধু কুণ্ডু গোষ্ঠীর বিষয় নয়। নির্যাতিতার সমর্থনে ৩৬ টি গোষ্ঠীই পথে নেমেছে। ন্যায়বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। পথ অবরোধের খবর পেয়ে স্থানীয় প্রশাসনের পদাধিকারীরা ঘটনাস্থলে ছুটে যান। তাঁরা বিক্ষোভকারীদের বুঝিয়ে সুঝিয়ে অবরোধ তোলার ব্যবস্থা করেন।