কচ্ছ: বায়ুসেনার একটি জাগুয়ার বিমান গুজরাতের কচ্ছে দুর্ঘটনায় পড়ল। ঘটনাস্থলেই মারা গিয়েছেন বিমান চালক এয়ার কমোডোর সঞ্জয় চৌহান। দুর্ঘটনার কারণ জানতে বায়ুসেনা তদন্তের নির্দেশ দিয়েছে।

জামনগর থেকে রওনা হওয়ার কিছুক্ষণের মধ্যে বিমানটি দুর্ঘটনায় পড়ে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, প্রযুক্তিগত কারণেই ঘটে দুর্ঘটনা। বিমানের খণ্ডাংশ ওপর থেকে ছিটকে এসে পড়ায় অন্তত ৫টি পশুর মৃত্যু হয়েছে।

[embed]https://twitter.com/ANI/status/1003884589142573057?ref_src=twsrc%5Etfw&ref_url=http%3A%2F%2Fabpnews.abplive.in%2Findia-news%2Fiafs-jaguar-aircraft-crashes-after-taking-off-from-jamnagar-base-in-gujarat-pilot-dies-879162[/embed]

আধিকারিকরা জানিয়েছেন, বিমানটি প্রশিক্ষণ কাজে বেরিয়েছিল, বেলা সাড়ে দশটা নাগাদ স্থানীয় বরেজা গ্রামে ভেঙে পড়ে সেটি।