অনুমতি ছাড়াই খাদির ক্যালেন্ডারে মোদীর ছবি! রিপোর্ট চাইল পিএমও
ABP Ananda, web desk | 16 Jan 2017 05:54 PM (IST)
নয়াদিল্লি: খাদি গ্রামোদ্যোগ কমিশনের ক্যালেন্ডার ও ডায়েরিতে নরেন্দ্র মোদীর ছবি ব্যবহার করা হয়েছে প্রধানমন্ত্রী দফতর (পিএমও)-র অনুমতি ছাড়াই! এই ছবি নিয়ে দেশজুড়ে তুমুল বিতর্কের পর অবশেষে সোমবার পিএমও-র আধিকারিকদের উদ্ধৃত করে একথা জানিয়েছে একটি সংবাদমাধ্যম। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, পিএমও-র আধিকারিকরা জানিয়েছেন, এই ছবি সম্পর্কে বিতর্ক ও বিরোধীদের আক্রমণ নিয়ে খুবই হতাশ প্রধানমন্ত্রী মোদী এবং তিনি এ ব্যাপারে ক্ষুদ্র শিল্পদ্যোগ মন্ত্রকের কাছে এ বিষয়ে রিপোর্ট চাওয়া হয়েছে। উল্লেখ্য, খাদির দেওয়াল ক্যালেন্ডার ও টেবিল ডায়েরিতে মহাত্মা গাঁধীর পরিবর্তে মোদীর চরকা কাটার ছবি ছাপানো নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। বিরোধীরা এই ঘটনাকে মোদীর ক্ষমতার অপব্যবহারের নমুনা বলে সমালোচনা করে। কংগ্রেস সহ বিরোধী দলগুলি এই ঘটনাকে ‘জাতির জনকে’র প্রতি অপমান বলে মন্তব্য করে।