নয়াদিল্লি: প্রয়াত হলেন প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণীর স্ত্রী কমলা আডবাণী। এদিন বিকেলে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাঁকে এইমসে নিয়ে যাওয়া হয়। কিন্তু, চিকিৎসকদের সকল চেষ্টাকে ব্যর্থ করে সন্ধ্যা ৬টা ১০ মিনিট নাগাদ তিনি পরলোক গমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩। রেখে গেলেন এক পুত্র ও এক কন্যা। বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন কমলাদেবী। গত কয়েকমাস ধরে হুইলচেয়ারের সহায়তায় যাতায়াত করতেন। পাশাপাশি, স্মৃতিশক্তিও ক্ষণিক লোপ পেয়েছিল। শেষ সময়ে তাঁর পাশে ছিলেন স্বামী লালকৃষ্ণ আডবাণী।


নিজে রাজনীতির থেকে দূরে থাকলেও, আডবাণীর দীর্ঘ রাজনৈতিক জীবনে সবসময় পাশে থেকেছেন স্ত্রী কমলাদেবী। তাঁর প্রয়াণে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে আসে। কমলাদেবীর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী, প্রাক্তন প্রধাননমন্ত্রী মনমোহন সিংহ, লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন, পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠী। পাশাপাশি শোকজ্ঞাপন করেছেন বিভিন্ন রাজনৈতিক দল। সেই তালিকায় রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, মুলায়ম সিংহ যাদব, রাজনাথ সিংহ, অরুণ জেটলি, কৈলাশ বিজয়বর্গীয় সহ বিভিন্ন নেতারা।