জম্মু: নিয়ন্ত্রণ রেখায় ফের যুদ্ধবিরতি ভেঙে গুলি চালালো পাকিস্তান। জম্মু ও কাশ্মীরের পুঞ্চ ও রাজৌরি জেলায় নিয়ন্ত্রণ রেখা এলাকায় এদিন সকালে বিনা প্ররোচনায় ভারতীয় বাহিনীর ফরোয়ার্ড পোস্টগুলি লক্ষ্য করে মর্টার ও গুলি চালাতে শুরু করে পাক বাহিনী। তাদের ছোঁড়া গুলিতে জেনারেল ইঞ্জিনিয়ারিং রিজার্ভ ফোর্স (জিআরইএফ)-এর এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন এক বিএসএফ জওয়ান সহ দুই জন।


পাকিস্তানের গুলিচালনার পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও। গুলি বিনিময় এখনও চলছে।

প্রতিরক্ষা মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মণীশ মেহতা জানিয়েছেন, পাক বাহিনীর গুলিতে জিআরইএফ-এর এক শ্রমিক নিহত হয়েছেন। জখম হয়েছেন জিআরইএফ-এর এক গাড়ি চালক।কৃষ্ণঘাঁটি সেক্টরে বিএসএফের এক কনস্টেবলও জখম হন। তিনি বর্তমানে বিপন্মুক্ত।

মেহতা আরও বলেছেন, এদিন সকাল সাড়ে সাতটা নাগাদ রাজৌরির নৌসেরা সেক্টরে ভারতীয় ফরোয়ার্ড পোস্টগুলি লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে পাক সেনা। তারা পুঞ্চের কৃষ্ণঘাঁটি সেক্টরেও যুদ্ধবিরতি ভাঙে।

নিয়ন্ত্রণ রেখার বালনোই ও মানকোট সেক্টরেও পাকিস্তানের গুলি চালনার খবর পাওয়া গিয়েছে। জবাব দিচ্ছে ভারতীয় বাহিনীও।