চণ্ডীগড়: নির্মাণশিল্পে যুক্ত শ্রমিকদের জন্য ভর্তুকির খাবার দেওয়ার সিদ্ধান্ত নিল হরিয়ানার বিজেপি সরকার। যেখানে, ৫ টাকায় মিলবে প্রাতঃরাশ এবং ১০ টাকায় দুপুরের ভরপেট আহার।
জানা গিয়েছে, একদিকে সুষম আহার যেমন পৌঁছে দেওয়া হবে শ্রমিকদের কর্মস্থলে, আবার বিভিন্ন জায়গায় গরিব মানুষদের জন্য তৈরি করা হবে ‘মজুর চক’। সেখানেও থাকবে খাবার। দাম সেই একই।
শুক্রবার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরের নেতৃত্বে শ্রম দফতরের একটি বৈঠকে মিলিত হয় প্রশাসনিক কর্তাব্যক্তিরা। সেখানে অন্ত্যোদয় অন্ন যোজনার আওতায় এই বিশেষ প্রকল্প শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী জানান, প্রাথমিকভাবে এক বছরের জন্য এই প্রকল্প শুরু হচ্ছে। এই প্রকল্পে বহু স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন অংশগ্রহণ করতে রাজি হয়েছে।