নয়াদিল্লি: ছেলে আইআইটি এন্ট্রান্সে সারা ভারতের মধ্যে ৬৯৯ rank করলেও ভর্তির টাকা, টিউশন ফি কী করে জোগাড় হবে, ভেবে কূলকিনারা পাচ্ছিলেন না হনুমন্থাপ্পা ঘোগ্গা, দিনমজুরিই যাঁর পেশা। অনেকের দরজায় গিয়েও খালি হাতে ফিরতে হয়েছে। কিন্তু আজও এই দুনিয়ায় হাত বাড়ালে যে বন্ধু মেলে, সেটা প্রমাণ করে দেখালেন নাম না জানা বেশ কিছু মানুষ। হনুমন্থাপ্পার ছেলে সন্দীপ টুক্কুনোরের সাফল্যের খবর শুনে শুভবোধে জাগ্রত ওই মানুষগুলিই এগিয়ে এলেন। নিজেদের পকেট থেকে টাকা দিয়ে তাঁকে ভর্তি করালেন মাদ্রাজ আইআইটি-তে। তাঁরা তুলে দিলেন এক লক্ষের বেশি টাকা। সন্দীপের সাফল্যের সোপান গড়ে দিতে তাঁদের অবদান ভোলার নয়।
ঘোগ্গা কর্নাটকের বিদারে মাটি কোপানোর কাজ করেন, স্ত্রীও দিনমজুর। তবে পড়াশোনার চর্চা রয়েছে বাড়িতে। সন্দীপের ছোট দুটি ভাই, বোন স্কুলে পড়ছে।
ডোনেশন এল প্রচুর, দিনমজুরের ছেলে ভর্তি আইআইটি মাদ্রাজে
web desk, ABP Ananda
Updated at:
07 Aug 2016 07:32 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -