নয়াদিল্লি: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাজিব আহমেদের অন্তর্ধান রহস্য সমাধানে সিবিআই এতটুকু আগ্রহী নয়। বলল দিল্লি হাইকোর্ট।
৫ মাস আগে হাইকোর্টই নাজিব মামলা সিবিআইকে দেয়। বিচারপতি জি এস সিস্তানি ও চন্দ্রশেখরের বেঞ্চ পর্যবেক্ষণ করেছে, নাজিব মামলায় বিন্দুমাত্র অগ্রগতি হয়নি, এমনকী কাগজকলমেও তদন্ত এগোয়নি এতটুকু।
নাজিব অন্তর্ধান রহস্যে যে ছাত্রদের দিকে সন্দেহের তির, তাদের ফোন ও এসএমএস খতিয়ে দেখে সিবিআই আদালতে যে রিপোর্ট দিয়েছে আর তাদের যে স্ট্যাটাস রিপোর্ট, সে দুটির মধ্যে ভালরকম গরমিল রয়েছে। তার জেরেই এই মন্তব্য করেছে আদালত।
গত বছর ১৫ অক্টোবর জেএনইউয়ের মাহি-মাণ্ডবী হোস্টেল থেকে নিখোঁজ হয়ে যান নাজিব। তাঁর মা ফতিমা নাফিস ছেলের সন্ধান চেয়ে আদালতের দ্বারস্থ হন।
নাজিব মামলার সমাধানে সিবিআইয়ের আগ্রহ কম, পর্যবেক্ষণ হাইকোর্টের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 Oct 2017 12:39 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -