মুম্বই: রক্ষকই যেখানে ভক্ষক! চলন্ত ট্রেনে মহিলার শ্লীলতাহানির অভিযোগ উঠল খোদ মহিলা কামরায় নিযুক্ত গার্ডের বিরুদ্ধে।


জানা গিয়েছে, বুধবার সকালে মুম্বইয়ের বোরিভালি-গামী লোকাল ট্রেনের মহিলা সংরক্ষিত কামরায় এক ২১-বছরের তরণীর ‘শ্লীলতাহানি’ করেন এক গার্ড।


খবরে প্রকাশ, ঘটনাটি ঘটে ভোর পৌনে পাঁচটা নাগাদ। ভিলে পার্লে স্টেশন থেকে ট্রেনে চাপেন ওই তরুণী। জানা গিয়েছে, দমন ও দিউয়ের নিবাসী ওই তরুণী জুহুর কাছে একটি হোটেলে থাকেন। স্থানীয় কলেজে পড়াশোনা করেন।


তরুণী জানান, তিনি বোরিভালি যাবেন বলে উঠেছিলেন। সেখান থেকে সিলভাসাগামী ট্রেনে সওয়ার হওয়াই লক্ষ্য ছিল তাঁর। জানান, দ্বিতীয়-শ্রেণি মহিলা কামরায় তিনি উঠেছিলেন। মধ্যিখানে তিনি ঘুমিয়ে পড়েন।


তরুণীর অভিযোগ, অভিযুক্ত গার্ড কামরার এক কোণে বসেছিলেন। তিনি যখন ট্রেনে চড়েছিলেন, তখন আরও কয়েকজন যাত্রী ছিলেন। তরুণী যোগ করেন, চোখ খুলতে দেখেন ওই গার্ড তাঁর পাশে এসে তাঁকে আপত্তিজনকভাবে ছোঁয়ার চেষ্টা করছে।


অভিযুক্ত গার্ড আত্মপক্ষ সমর্থনে জানায়, স্টেশন চলে আসায় সে ওই তরুণীকে জাগিয়েছিল শুধু। যদিও বোরিভালি জিআরপি-র দাবি, তরুণীকে সে মুখে ডেকে দিতে পারত বা সিটি-ও বাজাতে পারত।


মহিলার অভিযোগে, জিআরপি মেওলাল চন্দ্রেশ চহ্বন নামে বছর তিরিশের ওই গার্ডকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ৩৫৪ ধারায় অভিযোগ দায়ের করা হয়। আদালতে পেশ করা হলে তাকে ১৫ হাজার টাকার বন্ডে জামিন দেওয়া হয়।