নয়াদিল্লি: হরিয়ানার ফরিদাবাদে বাড়ির পাঁচতলা থেকে পড়ে মারা গেলেন ডিএনএ নিউজ পোর্টালের সাংবাদিক পূজা তিওয়ারি। মৃত সাংবাদিকের বিরুদ্ধে ব্ল্যাকমেলিংয়ের অভিযোগে মামলা চলছিল, ফলে তিনি খুবই দুশ্চিন্তায় ছিলেন। তিনি আত্মহত্যা করেছেন কিনা খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, কর্মসূত্রে হরিয়ানায় থাকলেও পূজা আসলে ইন্দৌরের মেয়ে। রবিবার রাতে মৃত্যুর সময় পূজার ফ্ল্যাটেই ছিলেন তাঁর বান্ধবী অমলীন খান ও হরিয়ানা পুলিশের কর্মরত, অমিত নামে এক ইন্সপেক্টর। অমলীন ইন্দৌর থেকে এসে পূজার কাছেই থাকছিলেন। তিনি দাবি করেছেন, তাঁরা তিনজনে কথা বলছিলেন, সে সময়ে আচমকা পাঁচতলা থেকে লাফিয়ে আত্মহত্যা করেন পূজা। অমলীনের বক্তব্য, তাঁর বিরুদ্ধে মামলা চলায় পূজা অত্যন্ত উদ্বিগ্ন ছিলেন, তাই তাঁর এই চরম পদক্ষেপ।

পূজা ও তাঁর সহকর্মী অনুজ মিশ্রের বিরুদ্ধে মামলা করেন এক হাসপাতাল কর্তা। অভিযোগ করেন, হাসপাতাল বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে পূজা ও অনুজ তাঁর কাছ থেকে দু’লাখ টাকা আদায়ের চেষ্টা করেছেন। এরপর ওয়েবসাইট তাঁকে সাসপেন্ড করে দেয়। সে কারণেই পূজা এই পদক্ষেপ নিলেন কিনা পুলিশ তা তদন্ত করে দেখছে।