নয়াদিল্লি ও মুম্বই: স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার দায়ে গ্রেফতার হলেন জাতীয় স্তরের কবাডি খেলোয়াড় রোহিত ও তাঁর বাবা বিজয় সিংহ।


আত্মহত্যা করার আগে শ্বশুরবাড়ির বিরুদ্ধে পণের জন্য চাপ দেওয়ার অভিযোগ আনেন রোহিতের প্রয়াত স্ত্রী ললিতা। তাঁদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ আনে পুলিশ। সেই প্রেক্ষিতে এই গ্রেফতারি।

নৌসেনায় কর্মরত রোহিতকে এদিন দুপুরে মুম্বইয়ে গ্রেফতার করে দিল্লি পুলিশের একটি টিম। এদিন আদালতে পেশ করে পুলিশ ট্রানজিট রিমান্ড চাইলে, আদালত তা মঞ্জুর করে।

অন্যদিকে, রোহিতের বাবা দিল্লি পুলিশের সাব-ইনস্পেক্টর পদে কর্মরত। এদিন দুপুরে তিনি দিল্লির নাংলোই পুলিশ স্টেশনে আত্মসমর্পণ করেন। পরে তাঁকেও গ্রেফতার করা হয়।

গতকাল, ফেসবুকে একটি ভিডিও মেসেজের মাধ্যমে নিজেকে নিরপরাধ দাবি করেন রোহিত। সেখানে কাঁদতে কাঁদতে তিনি বলেন,  আমি কখনই পণের দাবি করিনি। আমার শ্বশুরও জানেন সে কথা।

[embed]

তিনি জানান, তিনিও চান সত্য উদঘাটন হোক। তিনি বলেন, আমি ললিতাকে ভালবাসতাম। পুলিশি তদন্তে পূর্ণ সহযোগিতা করবেন বলেও জানান এই খেলোয়াড়।

এদিকে, পণের দাবি ও বধূহত্যার অভিযোগ ওঠার পরই বিজয়কে বরখাস্ত করেছে দিল্লি পুলিশ।

প্রসঙ্গত, গত ১৭ অক্টোবর দিল্লির নাংলোইয়ের বাপের বাড়িতে আত্মহত্যা করেন ললিতা। সুইসাইড নোট এবং অডিও ও ভিডিও ক্লিপের মাধ্যমে তিনি শ্বশুরবাড়ির বিরুদ্ধে হয়রানির অভিযোগ আনেন।

সুইসাইড নোটে ললিতা বলেন, ছোট্ট ছোট্ট ঘটনা নিয়ে তাঁর শ্বশুরবাড়ির লোকজন তাঁর ওপর মানসিক অত্যাচার করত। রোহিতও তাঁকে চলে যেতে বলেছিল।

পুত্রবধূর আত্মহত্যার পরই কানঝালার বাড়ি ছেড়ে আত্মগোপন করে ছিলেন রোহিতের বাবা-মা।