পটনা: আরএসএস ক্যাডারদের হাফ প্যান্ট ছেড়ে ফুল প্যান্ট ধরার পিছনে রাবড়ি দেবী! রাবড়িই সংঘ ক্যাডারদের পোশাক বদলাতে বাধ্য করেছেন, স্ত্রীকে কৃতিত্ব দিয়ে বললেন লালুপ্রসাদ যাদব।

আরজেডি সভাপতি সাংবাদিকদের বলেছেন, আমাদের চাপেই আরএসএস কর্মীরা ট্রাউজার্স ধরেছে। বুড়ো বুড়ো ক্যাডাররা সবার সামনে দিয়ে হাফপ্যান্ট পরে যেত। চক্ষুলজ্জার বালাই ছিল না। রাবড়িই ওদের শালীনতার অভাব চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন।

মার্চেই সংগঠনের ক্যাডাররা খাকি ছেড়ে সাদা শার্টের সঙ্গে ট্রাউজার ধরবেন বলে ঘোষণা করে আরএসএস। গতকালই চিরাচরিত খাকি হাফপ্যান্ট পরা ছেড়ে দিয়ে ফুলপ্যান্ট পরা শুরু করেছেন আরএসএস  সদস্যরা। তারপরই এহেন কটাক্ষ লালুর।

লালুর দাবি, 'জনসমক্ষে হাফ প্যান্ট পরে ঘুরতে লজ্জা করে না প্রবীণ আরএসএস কর্মীদের!' স্ত্রীর গত জানুয়ারির এহেন মন্তব্যে অস্বস্তিতে পড়েই ড্রেস কোড বদলেছে সংঘ নেতৃত্ব।

পাশাপাশি ট্যুইটও করেছেন লালু। লিখেছেন, ট্রাউজার পরতে বাধ্য করলাম, এবার ওদের মানসিকতায়ও বদল আনা প্রয়োজন। ওদের লাঠি-ছোরা ছাড়তে বাধ্য করব, সাম্প্রদায়িকতার বিষ ছড়ানো বন্ধ করতে বাধ্য হবে ওরা।

ঘটনাচক্রে রাবড়ির জানুয়ারির মন্তব্য নিয়েও শোরগোল হয়েছিল। বিজেপি নেতারা তাঁর তীব্র নিন্দা করেন। বিহারের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদী তাঁকে ‘১৯ শতকের  মানসিকতাসম্পন্ন মহিলা’ বলে কটাক্ষও করেন।