পটনা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেস সহ-সভাপতি রাহুল গাঁধী যে দুর্নীতির অভিযোগ এনেছেন, তাকে সমর্থন করলেন আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব। মমতার সুরেই তাঁর দাবি, প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ পাঁচ-ছটি বড় পরিবারই দেশের সম্পদের দখল নিয়েছে।
মোদীকে তীব্র আক্রমণ করে লালু বলেছেন, ‘বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে এনে সব নাগরিককে ১৫-২০ লক্ষ টাকা দেওয়ার ফাঁকা প্রতিশ্রুতির মতোই পরিণতি হবে নোট বাতিলের সিদ্ধান্তের। আঙ্কল পোজারের মতোই দেশের অর্থনীতির সর্বনাশ করেছেন মোদী।’
প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ব্যক্তিগত দুর্নীতির যে অভিযোগ এনেছেন রাহুল, সুপ্রিম কোর্টের নজরদারিতে তার তদন্তের দাবি জানিয়ে লালু বলেছেন, ‘নরেন্দ্র মোদীর বিরুদ্ধে রাহুল গাঁধী বিপুল টাকা নেওয়ার যে অভিযোগ এনেছেন সেটা যা বলা হচ্ছিল তার চেয়েও বড় ভূমিকম্প। তারিখ উল্লেখ করে টাকা নেওয়ার বিস্তারিত তথ্য দিয়েছেন রাহুল। প্রধানমন্ত্রীর উচিত এই অভিযোগের জবাব দেওয়া। যদি অভিযোগ মিথ্যাই হয়, তাহলে তিনি রাহুল গাঁধীর বিরুদ্ধে মানহানির মামলা করছেন না কেন? সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে এই অভিযোগের উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া উচিত প্রধানমন্ত্রীর।’
নোট বাতিলের প্রতিবাদে পটনার গাঁধী ময়দানে ধর্নার ডাক দিয়েছে আরজেডি। তার আগে সারা রাজ্য ঘুরে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াবেন বলে জানিয়েছেন লালু। এ বিষয়ে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারেরও সমর্থন চেয়েছেন আরজেডি সুপ্রিমো।
মোদীর বিরুদ্ধে মমতা, রাহুলের অভিযোগকে সমর্থন লালুর
Web Desk, ABP Ananda
Updated at:
22 Dec 2016 10:55 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -