নয়াদিল্লি: রেলের হোটেল দুর্নীতি মামলায় প্রাক্তন রেলমন্ত্রী তথা আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবকে দীর্ঘ সাত ঘণ্টা জেরা করল সিবিআই।


রেলের আইআরসিটিসি হোটেলের রক্ষণাবেক্ষণের বরাত পাইয়ে দিতে অনিয়ম ও দুর্নীতির সহায়তা নেওয়ার অভিযোগে জেরা করার জন্য লালুপ্রসাদকে সমন পাঠিয়ে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।


সেইমতো, এদিন দিল্লির সিবিআই দফতরে হাজির হন তিনি। সিবিআই দফতরে ঢোকার আগে অপেক্ষারত সংবাদমাধ্যকে তিনি বলেন, সত্যি ও গোলাপ সর্বদা কাঁটা দিয়ে ঘেরা।


সূত্রের খবর, এদিন আরজেডি সুপ্রিমোকে দীর্ঘ সাত ঘণ্টা ধরে জেরা করে সিবিআই। এর আগে, গত ২৬ সেপ্টেম্বর আরজেডি সুপ্রিমো ও তাঁর ছেলে তেজস্বীকে এই মামলায় তলব করে সিবিআই। লালু জানান, তিনি ৫ ও ৬ অক্টোবর হাজির হবেন।


গত জুলাই মাসে লালুর পটনা ও দিল্লির ১২টি ঠিকানায় তল্লাশি চালায় সিবিআই। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ২০০৬ সালে রেলমন্ত্রী থাকাকালীন তিনি অনৈতিকভাবে আইআরসিটিসি-র ২টি হোটেলের রক্ষণাবেক্ষণের দায়িত্ব একটি বেসরকারি সংস্থাকে পাইয়ে দিয়েছিলেন।


সিবিআই তাদের এফআইআরে জানিয়েছে, ওই চুক্তিতে যে দুর্নীতি হয়েছে, তাতে লালুর পাশাপাশি জড়িত ছিল ছেলে তেজস্বীও। আগামীকাল, তেজস্বীকে জেরা করার কথা তদন্তকারী সংস্থার।