পটনা: উত্তরপ্রদেশে দুর্দান্ত পারফর্ম করেছে দল। বিহারের বিজেপি নেতা ও একসময়ের উপমুখ্যমন্ত্রী সুশীলকমার মোদী ভেবেছিলেন, এই সুযোগে লালুপ্রসাদ যাদবকে একটু খোঁচা দেওয়া যাবে কারণ লালু ঘোষিত নরেন্দ্র মোদী বিরোধী তো বটেই, এসপি-কংগ্রেস জোটের সমর্থনেও সোচ্চার হয়েছিলেন তিনি। তাই লালুকে তাঁর টুইট


আর সঙ্গে সঙ্গে লালুর প্রত্যুত্তর


সহজবোধ্য, যে এই টুইটের জবাব সুশীল এখনও খুঁজে পাননি।