পটনা: দুর্নীতি ইস্যুতে বিরোধীরা সরব হলেও ছেলে তেজস্বী যাদবের বিহারের উপ মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফার দাবি খারিজ করে দিলেন লালুপ্রসাদ যাদব। বেআইনি ভাবে জমি সংগ্রহ করে হোটেল তৈরির মামলায় সিবিআই এফআইআর দায়ের করায় চাপে পড়েছেন তেজস্বী।


রাজ্যের ক্ষমতাসীন জোট সরকারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দল জেডি (ইউ) তেজস্বীকে প্রকাশ্যে নিজেকে নির্দোষ, অভিযোগমুক্ত প্রমাণ করতে হবে বলে জানিয়ে দিলেও লালুর ছেলের পাশেই দাঁড়াচ্ছেন।

রাজনৈতিক মহলের ব্যাখ্যা, জেডি (ইউ) কার্যত তেজস্বীর ইস্তফাই চেয়েছে। কিন্তু লালু আজ সাংবাদিকদের প্রশ্নের সামনে পাল্টা বলেন, নীতীশ কি তেজস্বীকে ইস্তফা দিতে বলেছেন?

জেডি (ইউ) মুখপাত্ররা যে তেজস্বীকে নিজেকে স্বচ্ছ প্রমাণ করতে হবে বলে নিয়মিত বলে চলেছেন? প্রশ্ন শুনেই ক্ষুব্ধ লালু বলে বসেন, জেডি (ইউ) কি পুলিশ নাকি ওদের কাছে জবাবদিহি করতে হবে?

এদিন স্ত্রী রাবড়ি দেবী, তেজস্বী ও আরেক প্রথম সারির দলীয় নেতাকে সঙ্গে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হওয়া আরজেডি সভাপতি পরোক্ষে জেডি(ইউ)-এর বক্তব্য খারিজ করে বলেন, যেখানে প্রয়োজন, সেখানে তেজস্বী ও আমি নিজে কথা বলব।

বর্তমান সঙ্কটের জন্য বিজেপিকে দায়ী করে লালু বলেন, বিজেপি নীতীশকুমারকে সঙ্গী করে ফিরতে চাইছে। সব দেখছি আমি।

ঘুরিয়ে লালু জোট বহাল রাখার দায় নীতীশের ঘাড়ে চাপিয়ে দিয়েছেন আজ। মুখ্যমন্ত্রীর কোর্টে বল ঠেলে দেওয়ার ইঙ্গিত দিয়ে তাঁর মন্তব্য, অনেক সমস্যা, প্রতিকূলতার মধ্য দিয়ে মহাজোট গড়ে নীতীশকুমারকে পাঁচ বছরের জন্য মুখ্যমন্ত্রী করেছি আমরা। কিন্তু কেউ জোট ধরে রাখার ভার হাতে রাখতে না চাইলে তাঁকেই পরিণতি বুঝতে হবে।

অবশ্য একইসঙ্গে রাজ্যে মহাজোট ভেঙে যায়, এমন কিছু যে আরজেডি করবে না, তাও জানিয়ে দেন লালু।