নয়াদিল্লি: এনডিএ রাষ্ট্রপতি পদপ্রার্থী রামনাথ কোবিন্দকে সমর্থনের সিদ্ধান্ত নিয়ে ঐতিহাসিক ভুল করছেন নীতীশ কুমার। এমনটাই মনে করেছেল লালুপ্রসাদ যাদব।


কোবিন্দের বিরুদ্ধে প্রার্থী চূড়ান্ত করার জন্য এদিন ১৭টি বিরোধী দল রাজধানীতে বৈঠকে বসেছিল। সেখানেই হাজির হয়েছিলেন আরজেডি সুপ্রিমো।


পরে, নীতীশ কুমারের অবস্থান নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে লালু বলেন, আমরা এখান থেকেই তাঁকে (নীতীশ) আবেদন করেছি। আগামীকাল, ইফতার পার্টিতে তাঁর সঙ্গে পটনা সাক্ষাত হবে। সেখানে তাঁকে বোঝাব এধরনের ঐতিহাসিক ভুল না করতে। কারণ, তাঁর এই সিদ্ধান্ত আদ্যান্ত ভুল।


তাহলে, এনডিএ প্রার্থীকে সমর্থন করে কী বিরোধী শিবিরের সঙ্গে বিশ্বাসভঙ্গ করলেন মুখ্যমন্ত্রী তথা জেডিইউ শীর্ষ নেতা নীতীশ? উত্তরে বিহার সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ শরিক বলেন, সেটা তিনিই ভাল বলতে পারবেন।


যদিও এওর প্রভাব বিহার সরকারের ওপর পড়বে না বলেও মনে করেন লালু। বলেন, বিহারে আমাদের জোট চলবে। নীতীশকে বোঝাব। তবে, তার ওপর কোনওপ্রকার চাপসৃষ্টি করে সরকারকে বিপদে ফেলব না।


প্রসঙ্গত, এদিন কোবিন্দের বিরুদ্ধে লোকসভার প্রাক্তন অধ্যক্ষ মীরা কুমারকে প্রার্থী করেছে বিরোধীরা। এই নিয়ে লালু বলেন, তিনি বিহারের মেয়ে। বিহারের অন্যতম জনপ্রিয় দলিত নেতা তথা প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী জগজীবন রামের কন্যা। ফলে, বিহারবাসী হিসেবে তাঁকে সকলের সমর্থন করা উচিত।


উল্লেখ্য, রামনাথ কোবিন্দের সঙ্গেও বিহার যোগ রয়েছে। তিনি এতদিন বিহারের রাজ্যপাল ছিলেন।