পটনা: জেপি সেনানি সম্মান পেনশন প্রকল্পের যোগ্যতা অর্জন করায় প্রতিমাসে ১০ হাজার টাকা পাবেন লালুপ্রসাদ যাদব।


বিহারের স্বরাষ্ট্র দফতরের আধিকারিক জানান, আরজেডি সুপ্রিমোর  আবেদনকে মান্যতা দিয়ে তাঁকে এই প্রকল্প অনুযায়ী প্রতিমা,ে ১০ হাজার টাকা দেওয়া হবে।


১৯৭৪ সালে জয়প্রকাশ নারায়ণ, যিনি জেপি নামে বেশি পরিচিত ছিলেন, সম্পূর্ণ ক্রান্তির সূচনা করেছিলেন। সেই সময়ে লালু ছিলেন ছাত্রনেতা। ওই আন্দোলনে অংশ নেওয়ার জন্য লালুকে অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষণাবেক্ষণ আইনে (মিসা) জেলে পাঠানো হয়েছিল।


এর জন্যই ২০১৫ সালে পাশ হওয়া জেপি সেনানী সম্মান পেনশনের আওতায় এই মাসিক পেনশনের যোগ্যতা অর্জন করেন লালুপ্রসাদ।


এই প্রকল্প অনুযায়ী, যাঁরা একমাস থেকে ছ’মাস পর্যন্ত জেলে কাটিয়েছেন, তাঁরা প্রতিমাসে ৫ হাজার টাকা পেনশন পাবেন। যাঁরা ৬ মাসের বেশি জেলে ছিলেন, তাঁদের পেনশনের পরিমাণ  ১০ হাজার টাকা।


প্রসঙ্গত, লোকনায়ক জয়প্রকাশ নারায়ণের প্রতি শ্রদ্ধা জানাতে ২০০৯ সালে এই প্রকল্প নিয়ে এসেছিলেন নীতীশ কুমার। এখানে বলে রাখা প্রয়োজন, লালুর মত নীতীশও সেই সময় জেলবরণ করেছিলেন। যদিও, তিনি এক পয়সা নেবেন না বলে ঘোষণা করেছেন।


বিহার সরকারের মতে, এই প্রকল্পের আওতায় মোট ৩১০০ জন পেনশনভোগী রয়েছেন।