রাঁচি: কোটি কোটি টাকার পশুখাদ্য কেলেঙ্কারি কাণ্ডের চতুর্থ মামলাতেও দোষী সাব্যস্ত হলেন লালুপ্রসাদ যাদব। তবে তাঁর আগে বিহারের মুখ্যমন্ত্রী থাকা জগন্নাথ মিশ্র এই মামলায় রেহাই পেয়ে গিয়েছেন।
১৯৯৫-র ডিসেম্বর থেকে পরের বছর জানুয়ারি পর্যন্ত পশুখাদ্যের জন্য বরাদ্দ বিহারের দুমকা কোষাগারের ৩.১৩ কোটি টাকা তছরূপ হয়। সেই মামলার রায় বার হল এদিন।
রাঁচিতে সিবিআইয়ের বিশেষ আদালত আজ আরজেডি সুপ্রিমোকে এই মামলায় দোষী সাব্যস্ত করে। এর আগে ২০১৩-য় পশুখাদ্য কেলেঙ্কারির প্রথম মামলাতেও দোষী সাব্যস্ত হন তিনি, ৫ বছর কারাদণ্ড হয়। গত বছর ২৩ ডিসেম্বর তিনি দ্বিতীয় মামলায় দোষী প্রমাণিত হন, জেল হয় সাড়ে তিন বছর। এ বছর জানুয়ারিতে চাইবাসা কোষাগার থেকে পশুখাদ্যের টাকা তছরূপের মামলায় তাঁর হয় ৫ বছরের জেল। আর এবার চতুর্থ মামলাতেও তিনি অপরাধী প্রমাণিত হলেন।
তাঁর বিরুদ্ধে এই কেলেঙ্কারির আরও দুটি মামলা ঝুলছে, একটি রাঁচিতে, অন্যটি পটনায়।
জেলের মধ্যে অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি ছিলেন লালু। সেখান থেকেই আজ সোজা হাজির হন হাসপাতালে।
পশুখাদ্যের জন্য বরাদ্দ কোটি কোটি টাকা সরকারি অর্থ তছরূপ কাণ্ডই কুখ্যাত পশুখাদ্য কেলেঙ্কারি মামলা। নব্বইয়ের দশকে লালু যখন অবিভক্ত বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন তখন এই কেলেঙ্কারি ঘটে।
পশুখাদ্য কেলেঙ্কারির চতুর্থ মামলাতেও লালুপ্রসাদ দোষী সাব্যস্ত, রেহাই পেলেন জগন্নাথ মিশ্র
ABP Ananda, Web Desk
Updated at:
19 Mar 2018 02:11 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -