পটনা:  বিজেপি সভাপতি অমিত শাহর পুত্রর ব্যবসার পরিমাণ ১৬ হাজার গুণ বেড়ে যাওয়ার অভিযোগ নিয়ে এবার ব্যঙ্গ করলেন আরজেডি সভাপতি লালুপ্রসাদ যাদব এবং তাঁর ছেলে তথা বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। লালু বিভিন্ন সরকারি তদন্ত সংস্থার ওপর কেন্দ্রের নিয়ন্ত্রণ নিয়ে নিশানা করেছেন। অন্যদিকে, তেজস্বী নিজেকে সামনে রেখে বিজেপিকে কটাক্ষ করেছেন।

লালুর ট্যুইট, ‘বিকাশ থেকে জয় হো। বিকাশ করানোয় বাবার ৩০০ তো ছেলের ১৬,০০০ গুণ ভাগ রয়েছে।’

এরপরই লালুর তীর্যক মন্তব্য, ‘খবরদার! কেউ কিছু বললে ওদের কাছে আইটি/সিবিআই/ইডি ও সমর্থক মিডিয়া রয়েছে।’





আরজেডি নেতা কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধীর ট্যুইটও রিট্যুইট করেছেন। ওই ট্যুইটে রাহুল প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে লিখেছেন, ‘আপনি চৌকীদার, না ভাগীদার? কিছু তো বলুন’।
<




বিহার বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বীর ট্যুইটে কটাক্ষ, ‘১৪ বছর বয়সে তেজস্বী ১৬০০০ গুণ দুর্নীতি করেছে। তেজস্বী যাদব ইস্তফা দাও। আরে হানা দেওয়ার জন্য আই/আইডি/ ও সিবিআইকে ডাকো।’

তেজস্বী নীতীশকেও একহাত নিয়েছেন। তাঁর প্রশ্ন, ‘অমিত শাহর ছেলের নামে নীতীশজীর অন্তরাত্মা কী করবে?’

এদিকে, সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, অমিত শাহর ছেলের ব্যবসা সংক্রান্ত অভিযোগ সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেছেন, খবরের কাগজ পড়ে উঠতে পারেননি। তাই এ ব্যাপারে কোনও মন্তব্য করা ঠিক হবে না।