নয়াদিল্লি: ১,০০০ কোটি টাকার বেনামি সম্পত্তি মামলায় আজ লালুপ্রসাদ যাদবের মেয়ে মিশা ভারতী ও তাঁর স্বামী শৈলেশ কুমারকে জেরা করবে আয়কর দফতর।
অভিযোগ, কয়েকটি জাল সংস্থার মাধ্যমে পাওয়া অর্থ দিয়ে দিল্লির অভিজাত এলাকায় কয়েক কোটি টাকার একটি খামারবাড়ি কিনেছেন তাঁরা। আয়কর দফতর জানতে চায়, ওই টাকা তাঁরা কোথা থেকে পেয়েছিলেন, কারা তা দিয়েছিল, কেনই বা দিয়েছিল। তাদের প্রশ্ন, কতগুলি কোম্পানি আছে মিশা ও শৈলেশের, তাদের কী কাজ, কত টাকা ঋণ নিয়েছেন তাঁরা, সে টাকা ফেরত দিয়েছেন কিনা।
আয়কর দফতরের খবর, মিশাকে দুই পর্বে জিজ্ঞাসাবাদ করা হবে। এছাড়াও ৮,০০০ কোটি টাকার আর একটি কেলেঙ্কারির অভিযোগেও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জেরা করতে পারে মিশা ও শৈলেশকে।
লালুপ্রসাদ অবশ্য দাবি করেছেন, এই সবই তাঁর বিরুদ্ধে বিজেপির চক্রান্ত, এভাবে তাঁর মুখ বন্ধ করা যাবে না। তাঁর কথায়, লালুর কণ্ঠরোধ করার ক্ষমতা বিজেপির নেই। যদি একজন লালুর কণ্ঠরোধ করা হয়, লাখো লাখো লালু উঠে আসবে গোটা দেশ থেকে।
বেনামি জমি মামলায় লালুর মেয়ে মিশা ও জামাতা শৈলেশকে আজ জেরা করবে আয়কর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Jun 2017 11:48 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -