পটনা: বিহারের উপ-মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা সুশীল মোদীর ছেলের বিয়েতে পণ্ড করার ‘হুমকি’ দেওয়ার অভিযোগ উঠল প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাষ্ট্রীয় জনতা দল সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের ছেলে তেজপ্রতাপ যাদবের বিরুদ্ধে।

বিভিন্ন সংবাদমাধ্যমে একটি ভিডিও প্রকাশ হয়। সেখানে দেখা যায়, ঔরঙ্গাবাদে একটি জনসভায় বক্তব্য রাখার সময় আরজেডি নেতা তেজপ্রতাপ বলছেন, আমাকে সুশীল মোদী তাঁর ছেলের বিয়েতে আমন্ত্রণ জানিয়েছেন। আমি যদি সেখানে যাই, জনসমক্ষে তাঁর মুখোশ খুলে দেব। শুধু তাই নয়, বিয়ের অনুষ্ঠানে হাঙ্গামা সৃষ্টি করার হুমকিও দিতে শোনা যায় তেজপ্রতাপকে।



এর প্রতিক্রিয়ায় সুশীল মোদী বলেন, ওকে দেখে মনে হচ্ছে বিভ্রান্ত হয়ে পড়েছে। আমি ওই পরিবারের কেলেঙ্কারি ও দুর্নীতি ফাঁস করেছি। এতে ওর (তেজপ্রতাপ) দল ক্ষমতা হারিয়েছে। আর ওর মন্ত্রিত্ব হাতছাড়া হয়েছে।  তবে, আমি ওর উস্কানিমূলক মন্তব্য নিয়ে চিন্তিত। এতে বিয়ের দিন কিছু অনভিপ্রেত ঘটনা ঘটতে পারে। আমি লালুপ্রসাদকে অনুরোধ করব, এই বিষয়ে হস্তক্ষেপ করে নিজের ছেলেকে যেন তিনি আটকান।

বেনামি সম্পত্তি নিয়ে লালুপ্রসাদের পরিবারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন সুশীল মোদী। সব অভিযোগ খারিজ করে আরজেডির তরফে উল্টে বলা হয়েছে, সুশীল মোদী ‘লালু-ভীতিতে’ ভুগছেন।


প্রসঙ্গত, সুশীল মোদীর ছেলে উৎকর্ষের বিয়ে আগামী ৩ ডিসেম্বর হওয়ার কথা। সেখানে, অতিথিদের অনুরোধ করা হয়েছে কোনও উপহার না আনার জন্য। সেখানে কোনও বিশাল খানাপিনার আয়োজনও থাকছে না। থাকছে না গানবাজনা বা ব্যান্ডের বন্দোবস্ত। এমনকী, বিয়ের আমন্ত্রণপত্র ই-মেল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানো হয়েছে।