পটনা: জনপ্রিয়তায় ক্রিকেটার, বলিউড তারকাদের পিছনে ফেলে দিলেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী তথা লালুপ্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদব। গত তিন মাসে হোয়াটসঅ্যাপে প্রায় ৪৪ হাজার বিয়ের প্রস্তাব পেয়েছেন এই তরুণ রাজনীতিবিদ। তিনি অবশ্য তরুণীদের হতাশ করে বলেছেন, ‘ভারতীয় সংস্কৃতি অনুযায়ী, বাবা-মা বিয়ে ঠিক করেন। আমিও কাকে বিয়ে করব, সেটা আমার বাবা-মা ঠিক করবেন। তবে এত মানুষের ভালবাসা পেয়ে আমি খুশি।’


ক্রিকেটার থেকে রাজনীতিবিদ হয়ে যাওয়া তেজস্বী সড়ক নির্মাণ দফতরের দায়িত্ব নেওয়ার পর একটি হেল্পলাইন নম্বর চালু করেন। সাধারণ মানুষকে সেই নম্বরে খারাপ রাস্তার ছবি তুলে পাঠানোর আহ্বান জানানো হয়। কিন্তু এর ফল হয় উল্টো। ভাঙাচোরা রাস্তার অভিযোগ যত না আসছে, তার চেয়ে বিয়ের প্রস্তাবই বেশি আসতে শুরু করেছে। তরুণীরা নিজেদের ছবি সহ বিস্তারিত বিবরণ দিয়ে বিয়ের প্রস্তাব দিচ্ছেন।

সড়ক নির্মাণ দফতরের এক আধিকারিক বলেছেন, ‘শুরুতে আমরা বেহাল রাস্তা সংক্রান্ত অভিযোগ পাচ্ছিলাম। কিন্তু কিছুদিন পর থেকেই মন্ত্রীর উদ্দেশে ব্যক্তিগত বার্তা আসতে শুরু করে। তরুণীরা মনে করছেন, এটা তেজস্বীর ব্যক্তিগত নম্বর। সেই কারণেই হাজার হাজার বিয়ের প্রস্তাব আসছে। শুধু বিহারই নয় পঞ্জাব, দিল্লি, হরিয়ানা, মহারাষ্ট্র, গুজরাত সহ বিভিন্ন রাজ্য থেকে বিয়ের প্রস্তাব আসছে।’

পাত্রী নির্বাচনের ভার বাবা-মায়ের উপর ছেড়ে দেওয়ার পাশাপাশি বিয়ে নিয়েও সংস্কার রয়েছে তেজস্বীর। তিনি মজার ছলে সাংবাদিকদের বলেছেন, ‘আপনারা রাহুল গাঁধী বা যে অভিনেতাদের বিয়ে জল্পনা তৈরি করেন, তাঁদের কারও বিয়ে হয় না। তাই আমাকে ছেড়ে দিন।’ এখন দেখার, কোন সেই ভাগ্যবতী লালুর পুত্রবধূ হন।