উপকূলবর্তী এই রাজ্যে ১৭টি আসন জিতে একক বৃহত্তম দল হয়ে উঠে এসেছে কংগ্রেস কিন্তু ১৩টি আসন পেয়ে বিজেপিও সরকার গড়ার দৌড়ে। টুইটারে দিগ্বিজয় বলেছেন, কংগ্রেসের বোঝা উচিত, কাজ করে দেখানোর জন্য গোয়াই তাদের শেষ সুযোগ। পারফর্ম অর পেরিশ। তাঁর আরও মন্তব্য, মে গড হেল্প আস।
২০১২-র বিধানসভা ভোটে গোয়ায় ভরাডুবি হয় কংগ্রেসের। সে কথা উল্লেখ করে বরিষ্ঠ এই নেতা বলেছেন, দুর্নীতি যে বরদাস্ত করা হয় না, সেই শিক্ষা আমাদের হয়েছে। গোয়া ও গোয়াবাসীদের জন্য এবার আন্তরিকভাবে কাজ করার সময়।
২০০৭-২০১২-য় গোয়ায় কংগ্রেস শাসনকালে দল যে সব ভুল করেছিল, সে সব থেকে শিক্ষা নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। এবার নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ করে দেখানো হবে।
যেহেতু দল এখানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থেকে দূরে, চাই সরকার গড়তে সব অ-বিজেপি বিধায়কদের সমর্থন চেয়েছেন তিনি। একইসঙ্গে কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য গোয়াবাসীকে ধন্যবাদ জানিয়েছেন।
প্রতিরক্ষামন্ত্রী ও গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর পর্রীকর জানিয়েছেন, বিজেপিও সরকার গড়ার দৌড়ে। দিগ্বিজয়ের বিদ্রূপভরা প্রতিক্রিয়া, পর্রীকরের প্রতি তাঁর সমবেদনা রয়েছে। তাঁর হার না মানা মানসিকতাকে স্যালুট করেন তিনি।
নতুন বিধায়কদের সঙ্গে বৈঠকের পর কংগ্রেস সম্ভবত আজই রাজ্যপালের কাছে সরকার গড়ার দাবি পেশ করবে।