মুম্বই: পাল্টা আক্রমণ নয়, নাম না করে তন্ময় ভট্টকে উপেক্ষার পথই বেছে নিলেন লতা মঙ্গেশকর। বললেন, যে ভিডিও নিয়ে দেশজুড়ে বিতর্ক চলছে, সেই ভিডিও নিয়ে তাঁর কিছু এসে যায় না।

 

লতা উপেক্ষা করলেও, এই ভিডিও নিয়ে সারা দেশে বিতর্কের ঝড় বয়ে যাচ্ছে। তাঁকে ও সচিন তেন্ডুলকরকে নকল করে কৌতূক অভিনয় শিল্পী তন্ময়ের স্ন্যাপচ্যাট ভিডিও-র বিরুদ্ধে ক্ষুব্ধ বলিউড সহ দেশের নানা মহল। তন্ময় দুই প্রবাদপ্রতিম ব্যক্তিত্বকে নিয়ে কেরিকেচার করে তাঁদের অসম্মান, ছোট করেছেন, এমন অভিযোগে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে মহারাষ্ট্রের কিছু রাজনৈতিক দল। কিন্তু এসব তাঁকে স্পর্শ করে না, তাঁর কিছুই আসে যায় না এতে। হিমশীতল উদাসীনতায় গোটা বিতর্ক উপেক্ষা করছেন লতা মঙ্গেশকর।

 

যে ভিডিওকে কেন্দ্র করে এত শোরগোল, সেটি দেখেননি তিনি। লতা বলেছেন, জীবনে এত কাঁটাবেছানো পথ পেরিয়ে এসেছি যে,

 

এসব কিছুই আমাকে বিচলিত করে না। যে বয়সে মেয়েরা পুতুল খেলে সময় কাটায়, সে বয়সে আমাকে গান গাওয়ার কাজ খুঁজতে বাড়ি থেকে বেরতে হয়েছে। ছোট থাকতেই এটা শিখেছি যে, কাজই আসল কথা।

 

তবে এই ভিডিওটি দেখে তাঁর বহু অনুরাগী ক্ষুব্ধ হওয়ায় খারাপ লেগেছে কিংবদন্তি এই সঙ্গীতশিল্পীর। তিনি বলেছেন, আমার জন্য এত মানুষ ঝগড়া করছেন দেখে খুব খারাপ লেগেছে। আমার জন্য  কেউ সমস্যায় পড়ুন সেটা আমি চাই না। আমি সব শুভানুধ্যায়ীকে আশ্বস্ত করছি, এই ধরনের ঘটনা আমার কাছে খুবই ছোট। জীবনে এর চেয়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে। যারা অন্যদের মানহানি করে তাদের বাড়তি গুরুত্ব দেওয়া উচিত নয়। আমি নিশ্চিত, কোনও কারণ আছে বলেই তারা সেটা করে।

 

এই বিতর্কিত ভিডিও-র পরিপ্রেক্ষিতে তাঁর প্রতি সারা দেশের মানুষের ভালবাসা দেখে আপ্লুত লতা। বলিউড নক্ষত্রদের মধ্যে সেলিম খান, জাভেদ আখতার সহ অসংখ্য মানুষ তাঁর পাশে দাঁড়িয়েছেন। সবার ভালবাসাই তাঁর পথ চলার শক্তি বলে জানিয়েছেন লতা।